For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবিবারেও রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ! চিন্তাজনক পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনার

শনিবারের তুলনায় রবিবার রাজ্যে করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা বাড়ল। এদিন রাজ্যে (West bengal) করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৫৭ জন। এদিন মৃত্যু হয়েছে ৬২ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৯৮৬ জ

  • |
Google Oneindia Bengali News

শনিবারের তুলনায় রবিবার রাজ্যে করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা বাড়ল। এদিন রাজ্যে (West bengal) করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৫৭ জন। এদিন মৃত্যু হয়েছে ৬২ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৯৮৬ জন। রাজ্যে সুস্থতার হার ৮৭. ৯৩%। শনিবার যা ছিল ৮৭.৯২%।

সারা জীবন বিজেপির জন্য কাজ! কে ছোট, কে বড় ভাবলে চলবে না, ২০২১-এর লক্ষ্যে বার্তা দিলেন মুকুলসারা জীবন বিজেপির জন্য কাজ! কে ছোট, কে বড় ভাবলে চলবে না, ২০২১-এর লক্ষ্যে বার্তা দিলেন মুকুল

সর্বমোট আক্রান্তের সংখ্যা ২, ৭০, ৩৩১

সর্বমোট আক্রান্তের সংখ্যা ২, ৭০, ৩৩১

রবিবারে হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩৫৭ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২, ৭০, ৩৩১ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৭,৪৩৯ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২,৩৭,৬৯৮ জন। গত ২৪ ঘন্টায় ২, ৯৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায়(৬২৬)। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা(৫৬২) এবং তারপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ( ১৭৭)।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনায়। এদিন কলকাতায় ৭৬৫ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৩৯, কোচবিহারে ৯৮, দার্জিলিং ৯৫, কালিম্পং ১২, জলপাইগুড়িতে ৮৭, উত্তর দিনাজপুরে ৩৭, দক্ষিণ দিনাজপুরে ৫৪, মালদহে ৯১, মুর্শিদাবাদে ৯৮, নদিয়া ১১৪, বীরভূম ৫৭, পুরুলিয়া ৪৬, বাঁকুড়ায় ৫৬, ঝাড়গ্রাম ৩২, পশ্চিম মেদিনীপুরে ৬৩, পূর্ব মেদিনীপুরে ১৩২, পূর্ব বর্ধমানে ৯৮, পশ্চিম বর্ধমানে ৭৮, হাওড়া ১৮৯, হুগলিতে ১৭২, উত্তর ২৪ পরগনায় ৭৪১, দক্ষিণ ২৪ পরগনায় ২০৩ জন আক্রান্ত হয়েছেন।

বেড়েছে সুস্থতার হার

বেড়েছে সুস্থতার হার

অন্যদিনের তুলনায় রবিবার আরও বেড়েছে সুস্থতার হার। শনিবার সুস্থতার হার ছিল ৮৭.৯২%। রবিবার তা কিছুটা বেড়ে হয়েছে ৮৭.৯৩%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৮৪.১৩% শতাংশ। একইসঙ্গে মৃত্যুর হারও কমেছে সারা দেশে। এদিন মৃত্যুর হার গিয়ে দাঁড়িয়েছে ১.৫৫%-এ।

মৃত্যু হয়েছে ৬২ জনের

মৃত্যু হয়েছে ৬২ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬২ জনের। শনিবারেও মৃত্যু হয়েছিল ৬২ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৫১৯৪-তে।

কলকাতায় মৃত্যু ১৭৬৭ জনের

কলকাতায় মৃত্যু ১৭৬৭ জনের

এদিন যে ৬২ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১৭ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ১৭৬৭ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ১১৭০ জনের। এদিন সেখানে ১৯ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৫৮৮ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৩৩০ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ৬ ও ১ জনের মৃত্যু হয়েছে।

English summary
More people are infected with Coronavirus on fourth October in West Bengal, wellness increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X