For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনা আক্রান্তের তুলনায় বাড়ল সুস্থতার হার! মৃত্যুর সংখ্যা পৌঁছল ৬৯০০-তে

শুক্রবার ৩৯৭৯, শনিবার ৩৯৯৩ এবং রবিবার ৩৯৮৭। এইভাবেই রাজ্যে (West bengal) করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা ৪ হাজার পেরিয়েও নিচে গিয়ে ঘোরাফেরা করছে। এদিন মৃত্যু হয়েছে ৫৯ জনের। হাসপাতাল থেকে

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার ৩৯৭৯, শনিবার ৩৯৯৩ এবং রবিবার ৩৯৮৭। এইভাবেই রাজ্যে (West bengal) করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা ৪ হাজার পেরিয়েও নিচে গিয়ে ঘোরাফেরা করছে। এদিন মৃত্যু হয়েছে ৫৯ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪,০৫৩ জন। এদিন শনিবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৮৮.৩০%, সেখানে রবিবার সুস্থতার হার ৮৮.৪৪%।

 সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩, ৭৭, ৬৫১

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩, ৭৭, ৬৫১

রবিবারে হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৯৮৭ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩, ৭৭, ৬৫১ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৬,৭৬১ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩, ৩৩, ৯৯০ জন। গত ২৪ ঘন্টায় ৪,০৫৩ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনায় (৮৬০), এর পরেই রয়েছে কলকাতা(৮৪৬)। এরপরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর( ২৯৪)।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

কোনও দিন কলকাতা আগে তো কোনও দিন উত্তর ২৪ পরগনা। তবে এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৮৯৪ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৩১, কোচবিহারে ৭৪, দার্জিলিং ১৩৩, কালিম্পং ৭, জলপাইগুড়ি ৯৫, উত্তর দিনাজপুরে ৩৮, দক্ষিণ দিনাজপুরে ৪৩, মালদহে ৬৩, মুর্শিদাবাদে ১০৫, নদিয়া ১৮১, বীরভূম ৭৬, পুরুলিয়া ৫৩, বাঁকুড়ায় ৬৪, ঝাড়গ্রাম ৩৮, পশ্চিম মেদিনীপুরে ২২৬, পূর্ব মেদিনীপুরে ১১১, পূর্ব বর্ধমানে ৬৮, পশ্চিম বর্ধমানে ৯৩, হাওড়া ২৪৪, হুগলিতে ১৯৮, উত্তর ২৪ পরগনায় ৮৮০, দক্ষিণ ২৪ পরগনায় ২৭২ জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার

খানিকটা বেড়েছে সুস্থতার হার

শনিবারের তুলনায় রবিবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। শনিবার সুস্থতার হার ছিল ৮৮.৩০%। রবিবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৮.৪৪%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯১.৫৪ % । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৯%-এ।

মৃত্যু হয়েছে ৫৯ জনের

মৃত্যু হয়েছে ৫৯ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। শনিবার মৃত্যু হয়েছিল ৫৭ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৬৯০০-তে।

কলকাতায় মৃত্যু ২২২২ জনের

কলকাতায় মৃত্যু ২২২২ জনের

এদিন যে ৫৯ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১৬ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ২২২২ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ১৫৮৯ জনের। এদিন সেখানে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৭৪১ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ৫ ও ৭ জনের মৃত্যু হয়েছে।

English summary
More people are infected with Coronavirus on first November in West Bengal, wellness increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X