For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে আক্রান্তের সংখ্যা পেরোল ৬ লক্ষ, কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে আরও ৫ জেলায় ২৪ ঘন্টায় সংক্রমিত ১০০-র বেশি

বুধবার রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা ২৩৯০। এখন প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ২০৫৮। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্য

  • |
Google Oneindia Bengali News

বুধবার রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা ২৩৯০। এখন প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ২০৫৮। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ৮ জনের। এদিন সুস্থ হয়েছেন ৮৬৭ জন। সুস্থতার হার কমেছে। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৯৬. ১৩ %, সেখানে রবিবার সুস্থতার হার ৯৫.৮৯%।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬,০০,০২৪

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬,০০,০২৪

বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৯০ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬,০০,০২৪ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪,২৯০ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ৭৫, ৩৭১ জন। গত ২৪ ঘন্টায় ৮৬৭ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় (২৬৪)। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (২০৬)। এরপরেই রয়েছে হাওড়া (৮৯) এবং দক্ষিণ ২৪ পরগনা (৫৩) ।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৭২২ (৫৯) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৩ (১১), কোচবিহারে ৫ (৫) , দার্জিলিং ৫০ (৬৩৩), কালিম্পং ২ (০) , জলপাইগুড়ি ১৬ (১২), উত্তর দিনাজপুরে ২৩ (৪০), দক্ষিণ দিনাজপুরে ১ (৫), মালদহ ৮২ (৩৭), মুর্শিদাবাদে ৭৩ (৫৫), নদিয়া ৬২ (৫১), বীরভূম ১০৯ (১২৬), পুরুলিয়া ২৮ (২৯), বাঁকুড়ায় ৯ (১৫), ঝাড়গ্রাম ১ (৩), পশ্চিম মেদিনীপুরে ১৪ ( ২৭), পূর্ব মেদিনীপুর ২৫ (৪৭), পূর্ব বর্ধমান ৩৭ (৩২), পশ্চিম বর্ধমান ১১৩ (৭৫), হাওড়া ২২৪ ( ১৭৯), হুগলিতে ১২১ (৯২), উত্তর ২৪ পরগনায় ৫৪৮ (৪৭২), দক্ষিণ ২৪ পরগনায় ১২২ ( ১৩০) জন আক্রান্ত হয়েছেন।

সুস্থতার হার কমেছে

সুস্থতার হার কমেছে

মঙ্গলবারের থেকে বুধবার সুস্থতার হার সামান্য কমেছে। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৯৬. ১৩ % । বুধবার তা কমে হয়েছে ৯৫. ৮৯ %। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার কমে হয়েছে ৯২.১১%। সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৩০%-এ।

মৃত্যু হয়েছে ৮ জনের

মৃত্যু হয়েছে ৮ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। মঙ্গলবার ৭ এবং সোমবার ৪ জনের মৃত্যু হয়েছিল। এদিন মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০,৩৬৩-তে।

কলকাতায় মৃত্যু হয়েছে ৩১৩৭ জনের

কলকাতায় মৃত্যু হয়েছে ৩১৩৭ জনের

এদিন যে ৮ জনের মৃত্যু হয়েছে রাজ্য, তাঁদের তিনজন কলকাতার বাসিন্দা। তিনজন উত্তর ২৪ পরগনা, একজন করে হাওড়া ও পশ্চিম বর্ধমানের বাসিন্দা। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩১৩৭ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২৫৪২ জনের।

স্যাম্পেল পরীক্ষা

স্যাম্পেল পরীক্ষা

এদিন সারা রাজ্যে ২৯, ৩৯৪ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা করা হয়েছিল ২৯,৩৯৪ টি স্যাম্পেল। সোমবার ২৬,১৭৪ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৯৩, ৬৩, ১৯৫ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৬.৪১ %।

মমতার উসকানিতেই হামলা, মুখ বন্ধ করতে কমিশনকে নিতে হবে ব্যবস্থা, দাবি দিলীপেরমমতার উসকানিতেই হামলা, মুখ বন্ধ করতে কমিশনকে নিতে হবে ব্যবস্থা, দাবি দিলীপের

English summary
More people are infected than previous day with Coronavirus on seventh April in West Bengal, wellness decreases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X