For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ ঘন্টায় রাজ্যে করোনায় সংক্রমণ বাড়ল! কলকাতায় মৃত্যু ১৭ জনের, জেনে নিন বাকি জেলার পরিস্থিতি

রবিবার ৩১৪৩, সোমবার ২২১৪, মঙ্গলবার ২৯৪১ , বুধবার ২৯৫৬। সোমবার বাদ দিলে গত কয়েকদিন ধরে রাজ্যে (west bengal) কমছে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা। সোমবারের সংখ্যাটা অনেকটাই কম, কেননা সেদিন পরীক্ষার সংখ্যাও ছিল

  • |
Google Oneindia Bengali News

রবিবার ৩১৪৩, সোমবার ২২১৪, মঙ্গলবার ২৯৪১ , বুধবার ২৯৫৬। সোমবার বাদ দিলে গত কয়েকদিন ধরে রাজ্যে (west bengal) কমছে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা। সোমবারের সংখ্যাটা অনেকটাই কম, কেননা সেদিন পরীক্ষার সংখ্যাও ছিল কম। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ৪৭ জনের। এদিন সুস্থ হয়েছেন ৩,০০৯ জন। এদিন মঙ্গলবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৯৩.৫৯ %, সেখানে বুধবার সুস্থতার হার ৯৩. ৬৪%।

উন্নয়ন নিয়ে প্রচার! বিরোধীদের অভিযোগের জবাব দিতে ১০ বছরের রিপোর্ট কার্ড তৃণমূলেরউন্নয়ন নিয়ে প্রচার! বিরোধীদের অভিযোগের জবাব দিতে ১০ বছরের রিপোর্ট কার্ড তৃণমূলের

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ১০, ৯৫১

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ১০, ৯৫১

বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৯৫৬ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ১০, ৯৫১ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৩, ৬৫০ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪, ৭৮, ৪৩৪ জন। গত ২৪ ঘন্টায় ৩, ০০৯ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় (৭৯০), এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনায় (৭৬৮)। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ( ২০৯)।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

এদিনও সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৭৫৩ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৯, কোচবিহারে ৩৪, দার্জিলিং ১১৪, কালিম্পং ১১ , জলপাইগুড়ি ৭৭, উত্তর দিনাজপুরে ১৬, দক্ষিণ দিনাজপুরে ৯, মালদহ ২৯, মুর্শিদাবাদে ৬২, নদিয়া ১৩৯, বীরভূম ৬২, পুরুলিয়া ১৭, বাঁকুড়ায় ৫৫, ঝাড়গ্রাম ৩৫, পশ্চিম মেদিনীপুরে ৬৮, পূর্ব মেদিনীপুর ৬৬, পূর্ব বর্ধমান ১৪৪, পশ্চিম বর্ধমান ৫৭, হাওড়া ১২৯, হুগলিতে ১৪১, উত্তর ২৪ পরগনায় ৭৪৬, দক্ষিণ ২৪ পরগনায় ১৮৩ জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার

খানিকটা বেড়েছে সুস্থতার হার

মঙ্গলবারের তুলনায় তুলনায় বুধবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৯৩. ৫৯ %। বুধবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩. ৬৪ %। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯৪.৬৬ % । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৫%-এ।

মৃত্যু হয়েছে ৪৭ জনের

মৃত্যু হয়েছে ৪৭ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ জনের। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৪৯ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৮,৮৬৭-তে।

কলকাতায় মৃত্যু ২৭২৩ জনের

কলকাতায় মৃত্যু ২৭২৩ জনের

এদিন যে ৪৭ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১৭ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ২৭২৩ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২১০১ জনের। এদিন সেখানে ১২ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৯২১ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৬১২ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়ায় ৩ ও দক্ষিণ ২৪ পরগনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদিন নদিয়ায় মৃত্যু হয়েছে ৩ জনের।

স্যাম্পেল পরীক্ষা

স্যাম্পেল পরীক্ষা

এদিন সারা রাজ্যে ৪৪, ৩৫১ টি পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষার সংখ্যা ছিল ৪৪, ২৩০। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৬২, ৫৫, ৮৮৮টি।

English summary
More people are infected than previous day with Coronavirus on nineth december in West Bengal, wellness increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X