For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২ হাজার ছুঁই-ছুঁই, কলকাতা-উত্তর ২৪ পরগনার পাশাপাশি ৫ জেলার পরিস্থিতি খারাপ

রবিবার রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা ১৯৫৭। ঠিক একসপ্তাহ আগে তা ছিল ৮২৭। এখন প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সোমবার ৬৩৯, মঙ্গলবার ৬২৮, বুধবার ৯৮২, বৃহস্পতিবার ১২৭৪, শু

  • |
Google Oneindia Bengali News

রবিবার রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা ১৯৫৭। ঠিক একসপ্তাহ আগে তা ছিল ৮২৭। এখন প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সোমবার ৬৩৯, মঙ্গলবার ৬২৮, বুধবার ৯৮২, বৃহস্পতিবার ১২৭৪, শুক্রবার ১৭৩৩, শনিবার ১৭৩৬ আক্রান্ত হয়েছিলেন। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ৪ জনের। এদিন সুস্থ হয়েছেন ৬৪৪ জন। সুস্থতার হার কমেছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৯৬. ৭৬ %, সেখানে রবিবার সুস্থতার হার ৯৬.৫৫%। আগের রবিবার তা ছিল ৯৭. ৩৮% ।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৯৩, ৬১৫

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৯৩, ৬১৫

রবিবার হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৫৮ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৯৩, ৬১৫ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১০. ৩৪৪ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ৭৩, ১১৮ জন। গত ২৪ ঘন্টায় ৬৪৪ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় (২২৭)। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (১৭২)। এরপরেই রয়েছে হাওড়া (৫১) এবং দক্ষিণ ২৪ পরগনা (৪০) ।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৬৩৪ (৫৯) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ২ (১), কোচবিহারে ৫ (৫) , দার্জিলিং ৪০ (৬), কালিম্পং ৬ (০) , জলপাইগুড়ি ১৭ (৫), উত্তর দিনাজপুরে ৭ (২৪), দক্ষিণ দিনাজপুরে ৫ (১০), মালদহ ৪০ (২৭), মুর্শিদাবাদে ৩২ (১৮), নদিয়া ৩৯ (৩৬), বীরভূম ৯৬ (১৪৫), পুরুলিয়া ১৬ (১৩), বাঁকুড়ায় ৯ (২), ঝাড়গ্রাম ১ (২), পশ্চিম মেদিনীপুরে ১৩ ( ৭), পূর্ব মেদিনীপুর ২৩ (১৭), পূর্ব বর্ধমান ২৪ (৩৮), পশ্চিম বর্ধমান ৮৯ (১১২), হাওড়া ১৭৪ ( ১৫৭), হুগলিতে ১০৩ (৭৬), উত্তর ২৪ পরগনায় ৪৬২ (৩৯২), দক্ষিণ ২৪ পরগনায় ১২০ ( ১১৫) জন আক্রান্ত হয়েছেন।

সুস্থতার হার কমেছে

সুস্থতার হার কমেছে

শনিবারের থেকে রবিবার সুস্থতার হার সামান্য কমেছে। শনিবারে সুস্থতার হার ছিল ৯৬. ৭৬ % । রবিবার তা কমে হয়েছে ৯৬. ৫৫ %। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার কমে হয়েছে ৯৩.১৪%। আগের রবিবার যা ছিল ৯৪. ৫৯ % । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৩২%-এ।

 মৃত্যু হয়েছে ৪ জনের

মৃত্যু হয়েছে ৪ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। শুক্রবার ৪ এবং শনিবার ৫ জনের মৃত্যু হয়েছিল। এদিন মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০,৩৪৪-তে।

কলকাতায় মৃত্যু হয়েছে ৩১৩০ জনের

কলকাতায় মৃত্যু হয়েছে ৩১৩০ জনের

এদিন যে ৪ জনের মৃত্যু হয়েছে রাজ্য, তাঁদের দুজন কলকাতার বাসিন্দা। একজন উত্তর ২৪ পরগনা এবং একজন পশ্চিম বর্ধমানের বাসিন্দা। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩১৩০ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২৫৩৭ জনের।

স্যাম্পেল পরীক্ষা

স্যাম্পেল পরীক্ষা

এদিন সারা রাজ্যে ২৬, ৭৬৮ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। শনিবার পরীক্ষা করা হয়েছিল ২৬,১১৪ টি স্যাম্পেল। শুক্রবার ২৬,৯৮৬ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৯২, ৭৮, ২৩৩ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৬.৪০ %।

হার নিশ্চিত বুঝেই কুৎসা, ভাইরাল অডিও ক্লিপ নিয়ে কোন সত্য তৃণমূলের ঝুলিতে, স্পষ্ট করল ঘাসফুল শিবিরহার নিশ্চিত বুঝেই কুৎসা, ভাইরাল অডিও ক্লিপ নিয়ে কোন সত্য তৃণমূলের ঝুলিতে, স্পষ্ট করল ঘাসফুল শিবির

English summary
More people are infected than previous day with Coronavirus on fourth April in West Bengal, wellness decreases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X