পাহাড়ের উলাটপুরাণ! মমতার সঙ্গে বৈঠকে বসতে চায় মোর্চা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চায় গোর্খা জনমুক্তি মোর্চা। মাস খানের আগেও যেখানে সরকারের সঙ্গে আলোচনার পথ থেকে সরে এসে আন্দোলনের পথই অবলম্বন করেছিলেন গুরুঙ্গবাহিনী, সেখানে এমন সুর বদলের পিছনে অন্য কোনও রাজনৈতিক কৌশল রয়েছে না কি সরকারের চাপে কোণঠাসা হয়ে আর কোনও পথ খুঁজে পাচ্ছেন না তারা, তা নিয়ে দ্বিমত তো রয়েছেই। তবে, মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের আগেই জিটিএ-র এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাজ্য সরকার। সোমবার এবিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জিটিএ সদস্যরা আমার সঙ্গে বসতে চেয়েছেন। ২৫ তারিখ আমি ওঁদের সঙ্গে বৈঠকে বসব।
মুখ্যমন্ত্রীর পাহাড় সফরকালে মোর্চার কয়েকজন নেতা তৃণমূলে যোগ দিতে পারেন
গোর্খাল্যান্ডের দাবীতে গত জুলাই-আগস্ট মাসে একটানা বনধ এর রাজনীতি শুরু করে জিটিএ। পাহাড়ের জনজীবন প্রায় অচল হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোর্চা নেতা-সমর্থকদের ব্যপকহারে ধড়পাকড় শুরু করে পুলিশ প্রশাসন। এর পর থেকই রাজ্য সরকার ও জিটিএ-র সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে। পাহাড় ইস্যুতে কেন্দ্রের সমর্থন মিলবে এ আশাতেও জল পড়ল। তার উপর প্রশাসন ও জিটিএ-র লড়াইয়ে জনগণের হয়রানি বাড়তে থাকল। সব মিলিয়ে প্রায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল জিটিএ নেতৃত্বের। সুর নরম করা ছাড়া আর কোনও উপায় ছিল না তাদের। শুধু তাই নয়, রাজ্যের সঙ্গে সম্পর্ক সহজ করে নিতে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ষার মধ্যে অন্যতম একটি হল, জিটিএ প্রধানের পদে প্রবীন নেতা রমেশ আলে-কে মনোনীত করা। যদিও প্রথমে এই পদের জন্য গুরুঙ্গ-ঘনিষ্ঠ বিনয় তামাঙ্গের নাম মনোনীত করা হয়েছিল। কিন্তু রমেশ আলের নাম রাজ্য সরকারের কাছে বেশি গ্রহণযোগ্য বলে পরে তা পরিবর্তন করা হয়। তবে, জিটিএ সূত্রের খবর, স্থায়ী নয়, অস্থায়ীভাবেই এই দায়িত্ব দেওয়া হয়েছে রমেশ আলেকে।
এদিকে সোমবার মোর্চা নেতৃত্ব জানিয়ে দিয়েছে, সংঘাত নয়, বিধানসভার আগামী অধিবেশনে তারা ট্রেজারি বেঞ্চেই বসবে। তৃণমূলসূত্রের খবর, ট্রেজারি বেঞ্চে বসার সিদ্ধান্তের কথা এদিন শুধু মৌখিকভাবেই জানিয়েছে মোর্চা নেতৃত্ব। তবে ২৫ অক্টোবর আলোচনার পর মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে এই সিদ্ধান্তের কথা জানাবেন তারা।
আজ, ২২ অক্টোবর থেকে পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করবেন। আগামীকাল, বুধবার লেপচাদের সম্মেলনে যোগ দেবেন তিনি। ২৪ তারিখ দার্জিলিংয়ে দলীয় সভায় ও ২৬ তারিখ মাটিগাড়ায় একগুচ্ছ সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।
মুখ্যমন্ত্রী পাহাড়ে যাওয়ার আগেই কাজে যোগ দিয়েছে মোর্চা। আজ মুখ্যমন্ত্রী পাহাড় সফরের প্রথম দিন থেকই জিটিএ অফিসে মোর্চা প্রতিনিধিরা বসতে শুরু করবেন।