For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুঃসহ গরমে ইতি টানতে তিন-চারদিনেই বাংলায় ঢুকছে বর্ষা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বৃষ্টি
কলকাতা, ১৫ জুন: আগামী তিন-চারদিনেই বর্ষা আসছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। রবিবার এ খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড গরম কমতে শুরু করবে। তবে আগামী ৪৮ ঘণ্টায় প্রাক্-বর্ষার বৃষ্টি ভেজাতে পারে রাজ্যকে।

কেরলে যখন বর্ষা ঢোকে, তার থেকে মোটামুটি দশদিন পর এ রাজ্যে ঢোকে বর্ষা। এ বার কেরলে পয়লা জুন বর্ষা ঢোকার কথা ছিল। কিন্তু তা শেষ পর্যন্ত ঢোকে ৬ জুন। সেই হিসাবে ১৬ জুন তা আসার কথা ছিল রাজ্যে। কিন্তু শ্লথ গতির কারণে তা নির্ধারিত সময়ে আসতে পারছে না। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আন্দাজ করা হচ্ছে, ১৮-১৯ জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকবে। ক্রমশ তা ছড়িয়ে পড়বে গোটা পূর্ব ভারতে।

আসলে আরব সাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত মৌসুমী বায়ুর পথ আটকে দিয়েছিল। যার ফলে দক্ষিণ ভারতেই আটকে পড়েছিল সে। সেই ঘূর্ণাবর্ত দুর্বল হওয়ায় দ্রুত এগিয়ে আসছে মৌসুমী বায়ু। পাশাপাশি, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আর একটি ঘূর্ণাবর্ত। এটি ঠেলতে শুরু করেছে বর্ষাকে। ফলে আর চিন্তার কারণ নেই। রাজ্যের মানুষ এখন চাতকপাখির মতো চেয়ে রয়েছেন বর্ষার দিকে। টানা বৃষ্টিতে প্যাচপ্যাচে গরম কমবে, এই আশায় রয়েছেন সবাই।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে রবিবার সন্ধে নাগাদ কলকাতা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তা ছাড়া পরবর্তী চারদিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ সংলগ্ন এলাকায়। ১৬ জুন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী তিন দিনে তা কমে হবে ৩৫ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রাও ২৮ ডিগ্রি থেকে কমে ২৭ ডিগ্রিতে দাঁড়াবে।

রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১২.৫ মিলিমিটার।

English summary
Monsoon to reach Bengal by 3-4 days, scorching summer will end
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X