For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ মুহূর্তের 'সিদ্ধান্ত'! জঙ্গি হামলায় প্রাণ বাঁচল এরাজ্যের মঙ্গল-এর

বৃহস্পতিবার পুলওয়ামায় জঙ্গি হামলায় অল্পের জন্য বেঁচে গিয়েছেন চন্দ্রকোনার সিআরপিএম জওয়ান বছর আটত্রিশের মঙ্গল হেমব্রম।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার পুলওয়ামায় জঙ্গি হামলায় অল্পের জন্য বেঁচে গিয়েছেন চন্দ্রকোনার সিআরপিএম জওয়ান বছর আটত্রিশের মঙ্গল হেমব্রম। সিআরপিএফ-এর ১১৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান মঙ্গল ৪০ দিনের ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন ৮ ফেব্রুয়ারি। তার এক সপ্তাহের মধ্যে স্বাধীন ভারতে কাশ্মীরে সব থেকে বড় জঙ্গি হামলার মুখে পড়তে হল মঙ্গলকে।

 শেষ মুহূর্তের সিদ্ধান্ত! জঙ্গি হামলায় প্রাণ বাঁচল এরাজ্যের মঙ্গল-এর

বৃহস্পতিবার দুপুরের পর পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ-এর কনভয়ে হামলা চালায় জৈশ মহম্মদ জঙ্গি আদিল আহমেদ। যা স্বাধীনতার পর থেকে এযাবৎ কালের মধ্যে সব থেকে বড় জঙ্গি হামলার ঘটনা। ওই কনভয়ের একটি বাসে ছিলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার বাসিন্দা মঙ্গল হেমব্রম। পরিবার সূত্রে জানা গিয়েছে, যে বাসটিকে জঙ্গি উড়িয়ে দিয়েছে, সেই বাসেই ওঠার কথা থাকলেই শেষ পর্যন্ত ওই বাসে ওঠেননি মঙ্গল।

টিভির পর্দায় খবর দেখে ভয় আর অজানা আশঙ্কা গ্রাস করেছিল মঙ্গল হেমব্রমের পরিবারকে। পরিবার সূত্রে জানা গিয়েছে সন্ধে নাগাদ ১৪ ফেব্রুয়ারি সন্ধেয় বাড়িতে ফোন করে সব কথা জানান মঙ্গল। স্ত্রী শঙ্করী হেমব্রম জানিয়েছেন, ফোনে যোগাযোগ হলেও চিন্তায় রয়েছেন তাঁরা। ২০০৩ সালে সিআরপিএফ-এ যোগ দিয়েছিলেন মঙ্গল হেমব্রম। জম্মু ও কাশ্মীরে পোস্টিং হয়েছে ২০১৮-র জুনে।

English summary
Mongal Hembram of CRPF was in that convoy in the resident of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X