For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেবশ্রী বিতর্কে দিলীপকে 'রসিক মানুষ'-এর তকমা মহুয়ার! সরগরম রাজ্য রাজনীতি

দেবশ্রী ইস্যুতে এদিন বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতি সরগরম করে দেন দিলীপ ঘোষ। এক বিস্ফোরক মন্তব্যে দিলীপ ঘোষ বলেন, তাঁর সঙ্গে যাতে দেবশ্রী রায়ের কথা হয়, তার জন্য দিলীপ ঘোষকে ফোন করেন তৃণমূল সাংসদ

  • |
Google Oneindia Bengali News

দেবশ্রী ইস্যুতে এদিন বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতি সরগরম করে দেন দিলীপ ঘোষ। এক বিস্ফোরক মন্তব্যে দিলীপ ঘোষ বলেন, তাঁর সঙ্গে যাতে দেবশ্রী রায়ের কথা হয়, তার জন্য দিলীপ ঘোষকে ফোন করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আর তার জেরেই রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়ে যায়।

দেবশ্রী বিতর্কে দিলীপকে রসিক মানুষ-এর তকমা মহুয়ার! সরগরম রাজ্য রাজনীতি

এদিকে, গোটা ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দিলীপ ঘোষকে 'রসিক মানুষ' বলে তকমা দেন। এক প্রথম সারির বাংলা দৈনিকে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। মহুয়া মৈত্র প্রশ্ন তোলেন , আদৌ কি দিলীপ ঘোষের বক্তব্য বিশ্বাসযোগ্য? এছাড়াও মহুয়া মৈত্রের দাবি, দিলীপ ঘোষ রসিকতা করে এমনটা বলেছেন। এর বেশি মহুয়া মৈত্রের কাছ থেকে কিছু শুনতে পাওয়া যায়নি।

[আরও পড়ুন: কংগ্রেসে থেকে মিলছিল না পুরস্কার! তৃণমূলে যোগ দিতেই শিক্ষক দিবসে বড় পুরস্কার ওমপ্রকাশ মিশ্রকে ][আরও পড়ুন: কংগ্রেসে থেকে মিলছিল না পুরস্কার! তৃণমূলে যোগ দিতেই শিক্ষক দিবসে বড় পুরস্কার ওমপ্রকাশ মিশ্রকে ]

প্রসঙ্গত, সল্টলেকে দিলীপ ঘোষের বাড়ির সামনে গত বৃহস্পতিবার রাতে দেখা যায় দেবশ্রী রায়ের বাড়ি। আর তার থেকেই জল্পনা চরমে ওঠে। এর আগে, দিল্লিতে বিজেপির পার্টি অফিসে রায়দিঘির তৃণমূল সাংসদ দেবশ্রী রায়কে দেখা যাওয়ার পর থেকেই যাবতীয় সংশয় দানা বাঁধে। যার জেরে দেবশ্রী রায়ের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এরপর, দেবশ্রীকে নিয়ে শোভন ও বৈশাখীর সমস্যা থাকায় বিজেপিতে যোগ না দিয়েই খালি হাতে ফিরে আসতে হয় তৃণমূল বিধায়ককে। দিলীপ ঘোষের দাবি ছিল, সেই ঘটনার পর থেকে দেবশ্রী অবসাদে রয়েছেন , বলে তাঁকে ফোন করেন মহুয়া মৈত্র।

 [আরও পড়ুন:মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন! কার কটি আসনে লড়াই বার্তা বিজেপি ও শিবসেনার] [আরও পড়ুন:মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন! কার কটি আসনে লড়াই বার্তা বিজেপি ও শিবসেনার]

English summary
Mohua Moitro reacts on Dilip Ghosh's comment on Debashree Roy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X