For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের মুখে ফের একবার দর বাড়ল ব্র্যান্ডের, মোদীর জনপ্রিয়তার উপরই ভর করে বঙ্গ বিজেপি

Google Oneindia Bengali News

ভারতীয় টিভির রাজা নরেন্দ্র মোদী। ২০২০ সালে প্রধানমন্ত্রী মোদী 'মোস্ট ওয়াচড' ব্যক্তিত্ব ছইলেন বলে রিপোর্ট পেশ করল বার্ক। উল্লেখ্য, করোনা কালে বহুবার দেশের জনগণের উদ্দেশে বক্তব্য পেশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। লকডাউন জারি থেকে আর্থিক প্যাকেজ ঘোষণা, প্রধানমন্ত্রী মোদীকে বারংবার দেখা গিয়েছে টিভির পর্দায়। এই পরিস্থিতিতে মানুষও প্রধানমন্ত্রী মোদীকে সব থেকে বেশি বার টিভিতে দেখেছে ২০২০ সালে। পাশাপাশি এই রিপোর্টে ফের একবার মোদীর জনপ্রিয়তার একটা আন্দাজ পাওয়া গেল।

মোদীময় ভারতীয় টিভি

মোদীময় ভারতীয় টিভি

২০২০ সালে প্রধানমন্ত্রী মোদীর স্বাধীনতা দিবসের বক্তব্য দেখেন ১৩৩ মিলিয়ন দর্শক। ২০১৯ সালের স্বাধীনতা দিবসের তুলনায় এটি ৪০ শতাংশ বেশি। এদিকে ২০২০ সালের ২৪ মার্চে প্রধানমন্ত্রী মোদীর ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণাটি ২০৩ মিলিয়ন মানুষ দেখেন। এটি দেশে সব থেকে বেশি দেখা অনুষ্ঠান ছিল ২০২০ সালে। তাছাড়াও যখন যখন কোভিড সংক্রান্ত বক্তব্য় দিতে প্রধানমন্ত্রী টিভিতে এসেছেন, তখন তখন, প্রচুর মানুষ তা দেখেছে।

মোদীর উপর ভর করেই নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে বিজেপি

মোদীর উপর ভর করেই নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে বিজেপি

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে রাজ্যে ২০২১-র বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে বিজেপি। মোদী ম্যাজিককেই বাজিমাত করতে চাইছে তারা। আর তাই প্রধানমন্ত্রীকে দিয়ে রাজ্যে ২৫টির বেশি জনসভা করার পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের৷ শুধু প্রধানমন্ত্রী নন, অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও রাজ্যে ৩০টি করে জনসভা করবেন, এমনটাই খবর বিজেপি সূত্রে।

বাংলাকে আলাদা গুরুত্ব দিচ্ছে বিজেপি

বাংলাকে আলাদা গুরুত্ব দিচ্ছে বিজেপি

২০১৬ বিধানসভার পর থেকেই রাজ্য রাজনীতিতে নিজেদের প্রভাব ফেলতে শুরু করেছিল বিজেপি৷ যা আরও বেশি করে প্রকট হয়েছিল অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার পর৷ আর সেই প্রভাব ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে আরও বেড়েছে৷ তাই একসঙ্গে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হলেও, বাংলাকে আলাদা গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে দিয়ে বিশাল সংখ্যক জনসভা করাতে চাইছে বঙ্গ বিজেপি।

প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে ১০টি এবং দক্ষিণবঙ্গে ১৫টি জনসভা করবেন

প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে ১০টি এবং দক্ষিণবঙ্গে ১৫টি জনসভা করবেন

ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিয়েছে, নিখুঁতভাবে বিধানসভা ভোটের প্রচারে নীল নক্সা তৈরি করার। তার জন্য প্রাথমিকভাবে ঠিক হয়েছে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে ১০টি এবং দক্ষিণবঙ্গে ১৫টি জনসভা করবেন। মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই যাতে প্রধানমন্ত্রী ছুঁতে পারেন, তারও একটি রুট ম্যাপ তৈরি করা হচ্ছে।

১০০-র বেশি বড় জনসভা করার পরিকল্পনা

১০০-র বেশি বড় জনসভা করার পরিকল্পনা

এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'ইতিমধ্যেই আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। অমিত শাহ এবং জে পি নাড্ডাকেও রাজ্যে নিয়ে আসার আবেদন করেছি। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের। সেইভাবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে আমরা ১০০-র বেশি বড় জনসভা করার পরিকল্পনা করছি৷'

English summary
Modi wave ruled the Indian TV in 2020 as PM Narendra Modi was the most-watched personality in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X