For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী নেবেন ক্লাস! বাংলার ভোটে বুথস্তরে পতাকার জোর শক্ত করতে বিজেপির কোন স্ট্র্যাটেজি

  • |
Google Oneindia Bengali News

নিউটাউনের বৈঠকে ইতিমধ্যেই অমিত শাহ সাফ জানিয়েছেন, দলের বুথ স্তর পোক্ত না হলে, কিছুতেই ২০২১ এ চকম দেখানো যাবে না রাজ্যের বুকে। ফলে বুথস্তর পোক্ত করতে একের পর অক স্ট্র্যাটেজি ঠিক করেছে পদ্মক্যাম্প। এবার সেই বুথ স্তর পোক্ত করতে ময়দানে নামছেন খোদ নরেন্দ্র মোদী।

বড়দিনে মোদীর তাবড় ক্লাস

বড়দিনে মোদীর তাবড় ক্লাস

জানা গিয়েছে শুক্রবার দেশব্যাপী কৃষকদের উদ্দেশে ভাষণ দেওয়ার পরই বাংলায় মোদী বিজেপির বুথস্তরের কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। মূলত ১২ টার পর থেকে বুথস্তরের কর্মীদের জন্য ভার্চুয়াল সভায় বক্তব্য রাখছেন।

 বুথ নিয়ে বিজেপির স্ট্র্যাটেজি

বুথ নিয়ে বিজেপির স্ট্র্যাটেজি

মূলত, বিজেপি ৭ টি করে বুথ নিয়ে একটি করে শক্তিকেন্দ্র গড়ে তুলছে। বাংলায় ৭৮ হাজারের মতো বুথের বিজেপি কর্মীদের এই বিষয়ে নানান পরামর্শ দেবেন খোদ মোদী। বাংলায় বিজেপির বুথ নিয়ে গড়া মোট শক্তিকেন্দ্র ১০ হাজার। আর সেখানের বিজেপি সৈনিকদেরই এবার বার্তা দেবেন মোদী।

বিজেপি সূত্রে কোন খবর

বিজেপি সূত্রে কোন খবর

জানা গিয়েছে, এদিন মোদীর ভার্চুয়াল মিটিং এ বুথস্তরের কর্মীদের পাশাপাশি, স্থানীয় বিজেপি নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বুথ আঁকড়েই এবারের ২০২১ বাংলার ভোট হবে। ফলে সেই জায়গা থেকে দলীয় কর্মীদের নানান বিষয়ে সচেতন বার্তা দিতে পারেন গুজারাতের এই ভূমিপুত্র ।

 মোদী শাহের নজরে বাংলার ভোট

মোদী শাহের নজরে বাংলার ভোট

২০২১ সাল থেকে বাংলার ভোটের আগে প্রতি মাসে রাজ্যে অমিত শাহের আসার কথা। প্রধানমন্ত্রী মোদীও পিছিয়ে নেই। সূত্রের খবর তিনিও ফের রাজ্যে আসবেন ফেব্রুয়ারিতে। এদিকে বাংলার ভোটের আগে, বুথস্তর থেকে উচ্চস্তর পর্যন্ত বিজেপি কীভাবে কাজ করছে তার সমস্ত খতিয়ান মোদী ও শাহের কাছে যাচ্ছে বলে খবর। এমন এক পরিস্থিতিতে 'মোদীর ক্লাস '
একটি বড় বিষয়।

English summary
Modi to take class of BJP workers in booth level in West Bengal on 25 December
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X