For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাষষ্ঠীতে নরেন্দ্র মোদীর বার্তার অপেক্ষায় সল্টলেকের ইজেডসিসির পুজো! সকাল থেকেই সাজো সাজো রব

  • |
Google Oneindia Bengali News

বাংলায় দুর্গাপুজোয় আসর থেকেই কার্যত পদ্মশিবিরের ভোট দামামা বেজে যেতে চলেছে। এদিন মহাষষ্ঠীতে মায়ের বোধনের দিনই সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের পুজোতে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। তার আগে এদিন সকাল থেকেই পুজোর আমেজে সাজো সাজো রব সেখানে।

 সকাল ১০ টা থেকেই পুজোর মেজাজ তুঙ্গে

সকাল ১০ টা থেকেই পুজোর মেজাজ তুঙ্গে

বিজেপির মহিলা মোর্চার আয়োজিত এই পুজোতে সকাল থেকেই লালপাড় সাদা শাড়িতে মহিলাদের দেখা গিয়েছে পুজো মণ্ডপে। শঙ্খধ্বনি ও কাসর ঘণ্টার আওয়াজে, ধূপ , ধুনো পুজোর স্তোত্রপাঠের মধ্য দিয়ে সেখানে পুজোর আমেজ জমে উঠেছে।

 মোদীর লুক ঘিরে চমক আসন্ন!

মোদীর লুক ঘিরে চমক আসন্ন!

সূত্রের খবর এদিন বাঙালির বেশে,ধুতি, পাঞ্জাবি পরে মোদী এক্কেবারে বাঙালি সাজে ধরা দিতে চলেছেন আজ। প্রসঙ্গত, তার আগে প্রধানমন্ত্রীর বাসভবনে মা দুর্গার আরাধনায় মোদী থাকবেন বলে খবর। উল্লেখ্য,বিজেপির উদ্যোগে সল্টলেকের এই পুজোর মূল উদ্যোক্তা বঙ্গ বিজেপির সংস্কৃতি সেল ও মহিলা মোর্চা।

ষষ্ঠীতে সাজো সাজো রব

ষষ্ঠীতে সাজো সাজো রব

সূত্রের দাবি, দিল্লিতে মোদীর বাসভবনে ষষ্ঠীর সকালের আসরে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় গানের আসরে যোগ দিতে পারেন। তবে সেবিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য আসেনি। কার্য সেদিন দিল্লিতে বাংলার আমেজ প্রধানমন্ত্রীর বাসভবনে ধরতে চাইছে বিজেপি।

২০২১ পাখির চোখ

২০২১ পাখির চোখ

প্রসঙ্গত, মহাষষ্ঠীর দিন মোদীর এই কর্মসূচির হাত ধরেই বিজেপি মমতার গড়ে থাবা বসানোর প্রথম পদক্ষেপ নিতে চলেছে বলে খবর। মোদী সরকারের এতদিনের প্রাপ্তিগুলিকে এদিন প্রধানমন্ত্রী তুলে ধরতে চলেছেন বলে খবর। এর আগে পুজোর মরশুমে কয়েকদিন আগেই বাংলায় পা রেখে প্রচার দামামা বাজিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এরপর এদিন মোজীর প্রচার ঘিরে রীতিমতো পারদ চড়ছে। এদিন বেলা ১২ টা থেকে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখবের মোদী।

English summary
Modi to adress Bengal's Durga puja on maha shasthi , preparation under way in Saltlake
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X