For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিক্টোরিয়ার কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের মুখোমুখি মোদী-মমতা, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ হলদিয়ায়

ভিক্টোরিয়ার কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের মুখোমুখি মোদী-মমতা, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ হলদিয়ায়

  • |
Google Oneindia Bengali News

দিন যত গড়াচ্ছে বাংলার মাটিতে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এমতাবস্থায় ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের মুখোমুখি হতে চলেছেন মোদী-মমতা। সূত্রের খবর, আগামী ৭ ফেব্রুয়ারি ঝটিকা সফরে রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এলপিজি টার্মিনালের উদ্বোধনে রাজ্য মোদী

এলপিজি টার্মিনালের উদ্বোধনে রাজ্য মোদী

সূত্রের খবর, হলদিয়ায় ১১০০ কোটির এলপিজি টার্মিনালের উদ্বোধন মূলত রাজ্যে আসছেন মোদী। তবে ওই দিন মোদীর কোনও রাজনৈতিক সভা-সমাবেশ থাকছে না বলেই জানা যাচ্ছে। সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে ওইদিন রাতেই ফের তিনি দিল্লি উড়ে যাবেন বলে জানা যাচ্ছে। এদিকে ইতিমধ্যেই মোদীর বাংলা আগমনের কথা নিশ্চিত করেছেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

প্রশ্ন ওঠে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও

প্রশ্ন ওঠে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তীতে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে মুখোমুখি হন মোদী-মমতা। আর ওই দিনই মমতা বক্তব্য রাখতে মঞ্চ উঠলে বেনজির ভাবে জয় শ্রীরাম স্লোগান তুলতে থাকেন কিছু বিজেপি কর্মী সমর্থক। গোটা ঘটনার প্রতিবাদে ওই দিন কোনও বক্তব্য রাখতে রাজি হননি মমতা। যদিও গোটা ঘটনা চোখের সামনে ঘটলেও কার্যত নিরব দর্শকেরই ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রী।

ভিক্টোরিয়া কাণ্ডের পর খানিকটা ব্যাকফুটে বিজেপি ?

ভিক্টোরিয়া কাণ্ডের পর খানিকটা ব্যাকফুটে বিজেপি ?

এদিকে সরকারি অনুষ্ঠানে দলীয় স্লোগানকে ঘিরে তারপর থেকেই ক্রমাণ্বেয়ে বিতর্ক দানা বেঁধেছে রাজনীতির আঙিনায়। বিজেপির সমালোচনায় মুখর হয়েছেন সমাজের বুদ্ধিজীবী সমাজের একটা বড় অংশ। এমনকী প্রশ্ন উঠেছে মোদীর ভূমিকা নিয়েও। তবে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে মমতার বক্তব্য না রেখে বেরিয়ে যাওয়াকে অনেকই তাঁর রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বলেই দেখছেন। এমনকী এরফলে কার্যত অনেকটাই ব্যাকফুটে চলে যায় বঙ্গ বিজেপি, এমনটাই ধারণা অনেক রাজনৈতিক বিশ্লেষকদরে।

মমতাকে আমন্ত্রণকে ঘিরে বাড়ছে চাপানৌতর

মমতাকে আমন্ত্রণকে ঘিরে বাড়ছে চাপানৌতর

এমতাবস্থায়, ফের রাজ্য মোদীর সফর ও মমতাকে আমন্ত্রণকে ঘিরে যে সাধারণ মানুষের কৌতূহল থাকবে তা বলাই বাহুল্য।যদিও মোদীকে নিয়ে একটি সভা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বঙ্গ বিজেপি। এমনকী প্রধানমন্ত্রীর দফতের সঙ্গেও এই বিষয়ে কথা হয়েছে বলে জানা যাচ্ছে। সফরসূচিতেখানিক বদল এনে ৮ ফেব্রুয়ারি সভা করা যায় কিনা সেই বিষয়ে আলোচনা চলছে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে।তবে সভা হবে কিনা সেই বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।

বিজেপি মহা সর্বনাশের পথে চলেছে! দলে নব্যদের ভিড়ে বেসুরো বাজছেন 'হেভিওয়েট’ বিজেপি মহা সর্বনাশের পথে চলেছে! দলে নব্যদের ভিড়ে বেসুরো বাজছেন 'হেভিওয়েট’

English summary
Modi invites Mamata to central government Programme in Haldia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X