For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় বিপুল সমর্থন বাড়ছে বিজেপির, সভার আগে টুইটে বার্তা মোদীর, পাল্টা প্রতিক্রিয়া

বিজেপির প্রতি বিপুল সমর্থন বাড়ছে বাংলায়। উত্তরবঙ্গের ময়নাগুড়িতে হেলিকপ্টার থেকে নামার আগে টুইট করে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির প্রতি বিপুল সমর্থন বাড়ছে বাংলায়। উত্তরবঙ্গের ময়নাগুড়িতে হেলিকপ্টার থেকে নামার আগে টুইট করে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই টুইটের পর অবশ্য পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বিপুল খরচ করে লোক আনছে বিজেপি।

বাংলায় বিপুল সমর্থন বাড়ছে বিজেপির, সভার আগে টুইটে বার্তা মোদীর, পাল্টা প্রতিক্রিয়া

এবার বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে টার্গেট করেছে বিজেপি। ৪২টির মধ্যে অন্তত ২৩টি আসন তাঁরা টার্গেট করেছে। সেই লক্ষ্য নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বিজেপি নেতারা ছুটে আসছেন। প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমতি শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানরা চষে বেড়াচ্ছেন।

[আরও পড়ুন: বিজেপি নেতার খুনের নেপথ্যে একাধিক রুদ্ধশ্বাস ঘটনা! তদন্ত ঘিরে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ ][আরও পড়ুন: বিজেপি নেতার খুনের নেপথ্যে একাধিক রুদ্ধশ্বাস ঘটনা! তদন্ত ঘিরে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ ]

এর আগে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর ও বর্ধমানের দুর্গাপুরে সবা করে যান মোদী। দুই সভাতেই বিপুল জন সমাগম দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী। সাতদিনের মধ্যে ফের বাংলায় এসে জলপাইগুড়িতে সভা করার আগে প্রধানমন্ত্রী তাই টুইট করে জানান, বিজেপির প্রতি বিপুল সমর্থন বাড়ছে বাংলায়। সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

[আরও পড়ুন: 'দশানন' মোদীকে নিশানা 'রাম' অবতাররূপী রাহুলের! লোকসভার আগে নয়া 'যুদ্ধ'][আরও পড়ুন: 'দশানন' মোদীকে নিশানা 'রাম' অবতাররূপী রাহুলের! লোকসভার আগে নয়া 'যুদ্ধ']

এরপরই তৃণমূল কংগ্রেসের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বিপুল খরচ করে লোক আনছে বিজেপি। তিনি শুধু একা নন, মন্ত্রী ফিরহাদ হাকিমও বিজেপিকে নিশানা করেন। তিনি জানান, বিজেপি একই লোক বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। এদিন সভায় ভাষণ দেওয়ার আগে ফালাকাটা-সলসলাবাড়ি জাতীয় সড়কের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। ফোর লেনের ৩১ডি জাতীয় সড়ক হবে এটি।

English summary
PM Narendra Modi gives message on twitter that BJP supporter is increased in Bengal. TMC counters his message,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X