For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আরে স্টিকার দিদি..' মমতাকে ফের কটাক্ষ! বিদ্যাসাগরের প্রসঙ্গ তুলে বাংলার মাটিতে তোপ মোদীর

উত্তরবঙ্গের প্রচারে গিয়ে মোদী লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটেই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে 'স্পিড ব্রেকার দিদি' বলে কটাক্ষ করেন।

Google Oneindia Bengali News

উত্তরবঙ্গের প্রচারে গিয়ে মোদী লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটেই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে 'স্পিড ব্রেকার দিদি' বলে কটাক্ষ করেন। আর শেষ দফা নির্বাচনে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতাকে 'স্টিকার দিদি' বলে তকমা দিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। মথুরাপুরে মমতার সভার পরই হাইভোল্টেজ সভায় মোদী একের পর এক তোপ দাগেন মমতার বিরুদ্ধে।

স্টিকার দিদি

স্টিকার দিদি

এদিন, মোদী তাঁর ভাষণে মমতাকে 'স্টিকার দিদি' বলে কটাক্ষ করে বলেন, কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্প পাঠায় তাতে স্টিকার নিজের নামে সাঁটিয়ে সেখান থেকে তোলাবাজি চালায় মমতার সরকার। পাশাপাশি , অভিষেকের প্রসঙ্গ তুলে ফের একবার মোদী তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ তোলেন।

সিসিটিভি ফুটেজ কোথায়?

সিসিটিভি ফুটেজ কোথায়?

এদিন ফের একবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ তুলে মোদী প্রশ্ন করেন, কেন বিদ্যাসাগর কলেজের সিসিটিভি ফুটেজ প্রকাশ করছে না মমতা সরকার? পাশাপাশি তাঁর দাবি সারদা, নারদার প্রমাণ লোপাটের মতো বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ক্ষেত্রেও আসল সত্যিটা লুকোচ্ছে সরকার। পাশাপাশি, ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেন মোদী।

 বিদ্যাসাগর দেখছেন..

বিদ্যাসাগর দেখছেন..

এদিন বিদ্যাসাগরের প্রসঙ্গ তুলে মোদী বলেন, 'বিদ্যাসাগর আজ যেখানেই থাকুন না কেন, তিনি দেখছেন বাংলার উন্নয়নের জন্য কে লড়ছে আর কে অনুপ্রবেশকারীদের জন্য কাজ করছে।'

' বিজেপির দফতরে হামলার ডাক দিদির'..

' বিজেপির দফতরে হামলার ডাক দিদির'..

এদিনের সভামঞ্চ থেকে মোদী অভিযোগ করেন, 'মিডিয়াতে আমি দেখেছি বিজেপি অফিস কব্জা করার ডাক দিয়েছেন দিদি'। এরপর মোদী বলেন, তাঁকেও জেলে পাঠানোর হুমকি দিচ্ছেন মমতা। তবে , সেই ধমকে পিছিয়ে যাওয়ার পাত্র নন মোদী, বলে এদিন জানান এই বিজেপি নেতা।

English summary
Loksabha elections 2019, Modi calls mamata sticker didi, accuses of corruption.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X