For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জেলের দরজায় যাঁরা পৌঁছেছেন বিজেপি এলে তাঁরা জেলে ঢুকে যাবেন', ব্রিগেডে গর্জন মোদীর

শিলিগুড়ির পর কলকাতার ব্রিগেড। প্রথমদফা ভোট পর্বের আগে এদিন রাজ্যের পর পর দুটি সভায় রীতিমত গেরুয়া শিবিরের উত্তেজনার পারদ চড়িয়ে দেন মোদী একাই।

  • |
Google Oneindia Bengali News

শিলিগুড়ির পর কলকাতার ব্রিগেড। প্রথমদফা ভোট পর্বের আগে এদিন রাজ্যের পর পর দুটি সভায় রীতিমত গেরুয়া শিবিরের উত্তেজনার পারদ চড়িয়ে দেন মোদী একাই। এদিন তাঁর ব্রিগেডের জনসভা ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনার পারদ ছিল চরমে।

দুর্নীতি নিয়ে মোদী

দুর্নীতি নিয়ে মোদী

এদিন কলকাতার মাটিতে দাঁড়িয়ে বিজেপির দুঁদে নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্থাপন করেন দুর্নীতির প্রসঙ্গ। এদিন তিনি নাম না করে বিভিন্ন চিটফান্ড ও দুর্নীতি মামলায় তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন।

'১৯ এ বিজেপি এলে ...'

'১৯ এ বিজেপি এলে ...'

মোদীর দাবি, ২০১৯ সালের ভোটে যদি বিজেপি আসে, তাহলে যাঁরা এখন জেলের দরজায় রয়েছেন তাঁরা '১৯ এর পর জেলের ভিতরে যাবেন।' এদিন ব্রিগেড থেকে এভাবেই গর্জন করতে দেখা যায় মোদীকে।

মোদীর দাবি

মোদীর দাবি

মোদী বলেন, মানুষ ২০১৪ সালে বিজেপিকে ভোট দিয়েছিল বলে দুর্নীতিগ্রস্তরা জেলের দরজায় এসেছে। ২০১৯ এ বিজেপি ভোট পেলে এই অভিযুক্তরা জেলে ঢুকবেন। তিনি বলেন, '২০১৪ সালে আপনাদের ভোটের জন্য মজবুত বুনিয়াদ তৈরি করেছি। ২০১৯ সালে এক নতুন ভারত তৈরি হবে। .. স্বাধীনতার পর এদেশ স্বামীজির মন্ত্রে চলতে পারলে গোটা দুনিয়ায় শীর্ষে চলে যেত ভারত। '

কাদের তোপ মোদীর!

কাদের তোপ মোদীর!

এদিনের ভাষণে জেলে ঢোকাবার কথা বলে যে প্রসঙ্গ মোদী উত্থাপন করেছেন তাতে স্বভাবতই ইঙ্গিত ছিল সারদা নারদা কাণ্ডের। যে ঘোষণার তৃণমূলের তাবড় নেতারা অভিযুক্তের তালিকায় রয়েছেন পাশাপাশি কংগ্রেসে শিবিরের কার্তী চিদাম্বরম থেকে রবার্ট বঢরাকে ঘিরেও রয়েছে একাধিক অভিযোগ।

English summary
Modi attacks TMC and Congress on corruption issue in West Bengal in BJP's Brigade rally in Kolkata .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X