For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একই দিনে একই জায়গায় সভা মোদী মমতার! চড়ছে রাজনৈতিক পারদ

ষষ্ঠ দফার ভোট ১২ মে। তার আগে নয় মে, বৃহস্পতিবার প্রায় ঘন্টা তিনেকের ব্যবধানে বাঁকুড়ায় সভা হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের।

  • |
Google Oneindia Bengali News

ষষ্ঠ দফার ভোট ১২ মে। তার আগে নয় মে, বৃহস্পতিবার প্রায় ঘন্টা তিনেকের ব্যবধানে বাঁকুড়ায় সভা হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই দিনে দুদলের দুই শীর্ষ নেতৃত্বের সভা রাজ্যের কোথাও হয়নি। দুই শীর্ষনেতার সভা ঘিরে চড়েছে রাজনৈতিক পারদ।

একই জায়গায় সভা মোদী মমতার

একই জায়গায় সভা মোদী মমতার

দুটি সভার দূরত্ব ৪ কিমি। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ বাঁকুড়ার কড়গাহিড়ে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে দুপুর দেড়টায় শহরের তামলিবাঁধ স্টেডিয়ামে সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর অনুযায়ী, কড়গাহিড় ফাঁকা জায়গা হলেও, স্টেডিয়ামে হাজার কুড়ি লোক ধরার কথা।

নিরাপত্তা নিয়ে 'চিন্তাভাবনা'

নিরাপত্তা নিয়ে 'চিন্তাভাবনা'

দুই ভিভিআইপির নিরাপত্তা থেকে ভিড় সামাল দেওয়া, সব বিষয়ে চিন্তাভাবনা করে কাজ করতে হচ্ছে প্রশাসনকে। সূত্রের খবর অনুযায়ী, জেলাশাসক উমাশঙ্কর জানিয়েছেন, দুই সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা পুলিশ সূত্রে খবর, ভোটের জন্য বহু পুলিশকর্মী জেলায় থাকায় নিরাপত্তার কোনও অভাব হবে না।

দুদলের টক্কর

দুদলের টক্কর

নিজেদের সভা সফল করতে নেমে পড়েছে দুইদলই। বিজেপির দাবি, লক্ষ মানুষের জমায়েত হবে প্রধানমন্ত্রীর সভায়। অন্যদিকে তৃণমূলের দাবি উপচে পড়া ভিড় হবে স্টেডিয়ামে।

English summary
Modi and Mamata's meeting in Bankura on 9th May
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X