For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভরসা নেই দলে! একা মমতার লড়াই মোদী-বাহিনীর বিরুদ্ধে

দলের নিধিরাম সর্দার নেতাদের উপর ভরসা রাখতে পারছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সবকিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণের জবাব নিজেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

দলের নিধিরাম সর্দার নেতাদের উপর ভরসা রাখতে পারছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সবকিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণের জবাব নিজেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৩ এপ্রিল বাংলায় জোড়া সভা মোদীর। প্রথমটি উত্তরবঙ্গের শিলিগুড়িতে এবং দ্বিতীয়টি ব্রিগেডে। আগে ঠিক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ৪ তারিখ থেকে প্রচার শুরু করবেন। কিন্তু প্রধানমন্ত্রীর আক্রমণের জবাব দিতে স্বয়ং তৃণমূল নেত্রীকে ময়দানে নামতে হচ্ছে। ৩ তারিখেই ভোট প্রচারে নেমেই দিদি জবাব দেবেন মোদীকে।

বুধবার থেকে বাড়বে রাজনৈতিক উত্তাপ

বুধবার থেকে বাড়বে রাজনৈতিক উত্তাপ

অনেকেই বলেন, ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর মতো বক্তা আর কেউ নেই। আর বিরোধী শিবিরকে আক্রমণ করতে তার জুড়ি মেলা ভার। দেশের রাজনীতির এমন একজন গুরুত্বপূর্ণ নেতার কথার জবাব দিতে দলের কোনও নেতা ওপর আস্থা নেই মমতার। এমনটাই মনে করছে রাজনীতি বিশেষজ্ঞদের একাংশ। শিলিগুড়ির জনসভা শেষ করার পর নরেন্দ্র মোদী যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। ‌ ঠিক তখনই কোচবিহারের
দিনহাটা থেকে মোদীর ওপর রাজনৈতিক হামলা করবেন মমতা। ফলে মনে করা হচ্ছে, বুধবার থেকেই রাজনীতির উত্তাপ কয়েকশ ডিগ্রি বেড়ে যাবে।

এবার জবাব ভোটের ময়দানে

এবার জবাব ভোটের ময়দানে

এমনিতে মোদী সাম্প্রতিক অতীতে দু'বার বাংলায় এসেছিলেন। বক্তৃতা শেষ করার কিছুক্ষণের মধ্যেই জবাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির সভার পর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চ থেকে জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ঠাকুরনগর ও দুর্গাপুরের সভার পর একাধিক টিভি চ্যানেলে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল তাঁর। কিন্তু এবার সম্মুখ সমর একেবারে ভোটের ময়দানে।

[আরও পড়ুন:২০১৯ নির্বাচনে আদৌ কি লড়তে পারবেন হার্দিক! 'সুপ্রিম' বার্তায় কী উঠে এল][আরও পড়ুন:২০১৯ নির্বাচনে আদৌ কি লড়তে পারবেন হার্দিক! 'সুপ্রিম' বার্তায় কী উঠে এল]

বুধবার কোচবিহারে সভা মমতার

বুধবার কোচবিহারে সভা মমতার

বুধবার কোচবিহারের দিনহাটাতে সভা করবেন মমতা। বৃহস্পতিবারে তাঁর জনসভা মাথাভাঙ্গায়। কোচবিহার লোকসভা এবার তৃণমূলের কাছে ‘প্রেস্টিজ ফাইট'। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দোর্দণ্ডপ্রতাপ যুব নেতা নিশীথ প্রামাণিককে
বহিষ্কারের পর গেরুয়া শিবিরে যোগ দিয়েছে। সঙ্গে সঙ্গেই বিজেপি তাঁকেই প্রার্থী করেছে। তাই দিনহাটার ময়দান থেকে মোদীকে জবাব দেওয়ার পাশাপাশি দলীয় প্রার্থী পরেশ অধিকারী হয়ে প্রচার চালাবেন মমতা।

[আরও পডুন: রাজ্যপাল পদে থেকে নিজেকে বিজেপি কর্মী বলে দাবি! কমিশনের নজরে কল্যাণ][আরও পডুন: রাজ্যপাল পদে থেকে নিজেকে বিজেপি কর্মী বলে দাবি! কমিশনের নজরে কল্যাণ]

English summary
Modi and Mamata both of them will be in North Bengal on Wednesday for campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X