For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পিসি-ভাইপোর পরিবারতন্ত্র বাংলা লুঠ করেছে', বিজেপির ব্রিগেডে আরও ঝাঁঝালো মোদী

শিলিগুড়ির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার উন্নয়নের স্পিড ব্রেকার বলে তোপ দেগেছিলেন মোদী। মমতা বিরোধী সেই সুর আরও চড়া হল শিলিগুড়ি থেকে কলকাতায় নামতেই ।

  • |
Google Oneindia Bengali News

শিলিগুড়ির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার উন্নয়নের স্পিড ব্রেকার বলে তোপ দেগেছিলেন মোদী। মমতা বিরোধী সেই সুর আরও চড়া হল শিলিগুড়ি থেকে কলকাতায় নামতেই । এদিনের ব্রিগেডের সভায় মোদী নামতেই তাঁকে কেন্দ্র করে স্লোগান উঠতে থাকে। বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায় সমর্থকদের মধ্যে। এরই মধ্য়ে ভাষণ দিতে উঠে লোকসভা ও বাংলার রাজনীতিকে পাখির চোখ করে তোপ দাগলেন মোদী।

পিসি-ভাইপোর রাজনীতি

পিসি-ভাইপোর রাজনীতি

উল্লেখ্য, বাংলাতেও পরিবারতন্ত্রের রাজনীতিত শুরু হয়েছে বলে এদিন ব্রিগেডের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো সাংসদ অভিষেকের বিরুদ্ধে তোপ দাগেন মোদী।

বাংলা লুঠ করেছে পিসি ভাইপো

বাংলা লুঠ করেছে পিসি ভাইপো

এদিনের সভা থেকে মোদী বলেন, বাংলাকে লুঠ করছে পিসি মমতা ও তাঁর ভাইপো অভিষেক। প্রসঙ্গক্রমে তিনি কংগ্রেসওকেও পরিবারতন্ত্রের একই সুঁতোয় গেঁথে বিরোধীদের কটাক্ষ করেন।

৫৫ বছরের পরিবারতন্ত্র

৫৫ বছরের পরিবারতন্ত্র

মোদী এদিন বলেন,৫৫ বছর এদেশ পরিবারতন্ত্রের মধ্যে ছিল । দেশের ৭২ বছেরর স্বাধীনতার মধ্যে ১৫-১৬ বছরই মাত্র গণতন্ত্র এদেশে বেঁচে ছিল। বাংলাতেও এবার শুরু হয়েছে পরিবারতন্ত্র। তবে এবার বাংলার মানুষ আর এটা মেনে নেবে না।

[আরও পড়ুন: ‘স্পিড ব্রেকারে'র বদলায় ‘এক্সপায়েরি বাবু' মোদীকে ভারত ছাড়া করার ডাক মমতার][আরও পড়ুন: ‘স্পিড ব্রেকারে'র বদলায় ‘এক্সপায়েরি বাবু' মোদীকে ভারত ছাড়া করার ডাক মমতার]

৫৫ বছরের পরিবারতন্ত্রে শেষ অনেকে

৫৫ বছরের পরিবারতন্ত্রে শেষ অনেকে

মোদী এদিন কংগ্রেস ও তৃণমূলকে একই তিরে বিদ্ধ করে বলেন, ৫৫ বছরের পরিবারতন্ত্রে বহু যুবক শেষ হয়ে গিয়েছেন। তবে এবার আর তা হতে দেওয়া যাবে না।আগামী ৫ বছর দেশের উন্নয়নের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হোন। আর তাহলেই ৭২ বছরের ক্ষতিপূরণ হবে।

[আরও পড়ু়ন:দিদির নতুন নাম দিলেন মোদী! শিলিগুড়ি, ব্রিগেড থেকে কটাক্ষ প্রধানমন্ত্রীর][আরও পড়ু়ন:দিদির নতুন নাম দিলেন মোদী! শিলিগুড়ি, ব্রিগেড থেকে কটাক্ষ প্রধানমন্ত্রীর]

English summary
Modi accuses Mamta and Abhishek on dynasty politics in qwest Bengal at Mega BJP rally.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X