ছিনতাইয়ে বাধা দেওয়ায় মহিলাকে চলন্ত ট্রেন থেকে ফেলল দুষ্কৃতী
মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক মহিলাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। মঙ্গলবার রাতে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া- খড়গপুর শাখার ঘোড়াঘাটা স্টেশনের কাছে ওই ঘটনায় আহত হয়েছেন সংযুক্তা পাল।

তিনি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের বিএলআরও। তিনি মেচেদা স্টেশনে হাওড়া গামী লোকাল ট্রেনে মহিলা কামরায় উঠেছিলেন। দেউলটি স্টেশনে ট্রেন ছাড়ার পর এক যুবক ওই কামরায় উঠে পড়ে। ওই আধিকারিকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যেতে চাইলে তিনি বাধা দেন।
[আরও পড়ুন: মাদারিহাটে দাঁতাল হাতির হানার ভাঙল ঘরবাড়ি, আতঙ্ক এলাকায়]
ঘোড়াঘাটা স্টেশনে ঢোকার মুখে ওই যুবক মহিলাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে ওই মহিলা কে উদ্ধার করে তার চিকিৎসা করা হয়। রেল পুলিশ জানিয়েছে যে এই ঘটনার তদন্ত শুরু করেছে তারা। এদিকে মহিলা কামরায় কীভাবে এক যুবক উঠে পড়ে এবং নিরাপত্তা রক্ষী কোথায় ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিত্যযাত্রীরা।
[আরও পড়ুন:কোচবিহারের স্কুলে চালু হল ন্যাপকিন ভেন্ডিং মেশিন]