
ফের রাজ্যে গণপিটুনির ঘটনা! গরু চোর সন্দেহে পিটিয়ে খুন ২
রাজ্যে ফের গনপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটল। গরু চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে দুজনকে। কোচবিহার জেলার কোতোয়ালি থানার পুঁটিমারি কাছে ফুলেশ্বরী এলাকায় এই ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মৃতদের নাম প্রকাশ দাস ও বাবলা মিঞা। তারা দুজনেই মাথাভাঙা এলাকার বাসিন্দা।
এই দিন সকালে পিক আপ ভ্যান করে গরু নিয়ে যাচ্ছিল তারা। ফুলেশ্বরীর কাছে তাদের আটকে লোকজন জিজ্ঞাসাবাদ শুরু করে। তার পর তাদের মারধর করা হয়। খবর পেয়ে সেখানে যায় তাপরহাট পুলিশ ফাঁড়ির পুলিশ। তারা দুজনকে উদ্ধার করে নিয়ে যায় কোচবিহার জেলা হাসপাতালে। সেখানে মৃত্যু হয়েছে তাদের।
জেলার পুলিশ সুপার সন্তোষ নিলাম্বকার বলেন, এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে এই দুজনকে গরু চোর সন্দেহ করে মারধর করা হয় । তার জেরে মৃত্যু হয়েছে তাদের।
রাজ্যের বিভিন্ন এলাকায় গনপিটুনির ঘটনার পর এই ধরনের ঘটনা বন্ধ করতে আইন নিয়ে এসেছে রাজ্য সরকার। তার পরেও গনপিটুনির ঘটনা বন্ধ হয়নি। বিভিন্ন এলাকায় গনপিটুনির ঘটনা ঘটে। বেশ কয়েক জন মারাও গিয়েছে।