For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি বিধায়কের ভুয়ো ছবি প্রকাশ তৃণমূলের! ‘নতুন ছবি’ পোস্ট করে দাবি ফ্যান ক্লাবের

ফ্যান ক্লাবের তরফে দাবি করা হয়, তৃণমূলের প্রকাশিত ছবিটি ভুয়ো। প্রযুক্তির সাহায্য নিয়ে ওই ছবিটিতে তৃণমূল কো-অর্ডিনেটরের ছবি জোড়া হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ভুয়ো ছবি প্রকাশ করে বাজারে দলবদলের জল্পনা ছড়াচ্ছে তৃণমূল। সম্প্রতি নতুন ছবি পোস্ট করে দাবি করেছে বিধায়ক ফ্যান ক্লাব। তাঁদের অভিযোগ, তৃণমূল নেতা অজিত মাইতির সঙ্গে তৃণমূলের পার্টি অফিসের যে ছবি প্রকাশ করা হয়েছে তা ভুয়ো।

বিজেপি বিধায়কের ভুয়ো ছবি প্রকাশ তৃণমূলের! ‘নতুন ছবি’ পোস্ট করে দাবি ফ্যান ক্লাবের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিজেপির দুই বিধায়কের সঙ্গে বৈঠকের খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতি। তারপর কে সেই বিধায়ক, তা নিয়ে চর্চার মাঝ্যেই সামনে আসে তৃণমূল নেতা অজিত মাইতি ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সেই বিতর্কিত ছবি।

বিতর্কিত ভাইরাল ওই ছবি ঘিরে শুরু হয় চাপানউতোর। ওই ছবিতে দুটি সোফায় বসে রয়েছেন দুই নেতা। হিরণ চট্টোপাধ্যায় কানে মোবাইল। পাশের সোফায় বসে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতি। পিছনে তৃণমূলের লোগো লাগানো ব্যাকড্রপ।

এরপরই গুঞ্জন ছড়ায় বিজেপি বিধায়কের তৃণমূলে প্রত্যাবর্তন স্রেফ সময়ের অপেক্ষা। একইসঙ্গে ছবিকে ঘিরে শুরু হয় বিতর্কও। আর দু-দলের চাপান-উতোরের মাঝেই প্রকাশ্যে আসে নতুন ছবি। এই ছবিতে দেখা যায়, একইরকম সোফায় একইভাবে বসে রয়েছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। পাশের সোফা ফাঁকা। শুধু পড়ে রয়েছে কুশান। আর পিছনের ব্যাকড্রপ বদলে গিয়েছে। সেখানে তৃণমূলের লোগো নেই। যশরাজ ফিল্ম-পিভিআর সিনেমার লোগো ব্যাকড্রপে।

এরপরই এমএলএ হিরণ চট্টোপাধ্যায় ফ্যান ক্লাবের তরফে দাবি করা হয়, তৃণমূলের প্রকাশিত ছবিটি ভুয়ো। প্রযুক্তির সাহায়্য নিয়ে ওই ছবিটিতে তৃণমূল কো-অর্ডিনেটরের ছবি জোড়া হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে। তা না হলে একইরকম পোজে তৃণমূল অফিসে ওই ছবি হতে পারে না। ফ্যান ক্লাবের তরফে দাবি করা হয়, তাদের দেওয়া ছবিটিই আসল।

বিজেপির পোস্ট করা ছবি নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল। আমরা কোরও কারিকুরি করিনি ছবিতে। বিজেপিই ওইসব করে ভুয়ো ছবি পোস্ট করেছে। হিরণ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ নেতারা দাবি করেন, তৃণমূল ইচ্ছাকৃত এসব রটাচ্ছে। হিরণ বিজেপিতে ছিলেন, বিজেপিতেই থাকবেন।

হিরণের তৃণমূলে ফেরার খবর নিয়ে জল্পনার মাঝেই তাঁর টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল এক ইঙ্গিতপূর্ণ ভিডিও। সেই ভিডিও-তে দেখা যাচ্ছে হিরণ কাঁথির একটি জনসভা থেকে জয় শ্রীরাম ধ্বনি তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন। এবং ক্যাপশনে লিখেছেন একটি পুরনো ভিডিও পোস্ট করলাম।

উল্লেখ্য, ১০ জানুয়ারি বিজেপির দুই বিধায়ক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে গিয়ে বৈঠক করেন বলে গুঞ্জন ছড়ায়। তারপর বিজেপির খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ও তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কো-অর্ডিনেটর অজিত মাইতির একটি ছবি সামনে আসে। সেই ছবি নিয়েই যত বিতর্ক রাজ্য রাজনীতিতে।

তৃণমূল নেতার নয়া দুর্নীতি হদিশ! বিধায়কের দলবদল বিতর্কের পাল্টা দিলেন দিলীপ তৃণমূল নেতার নয়া দুর্নীতি হদিশ! বিধায়কের দলবদল বিতর্কের পাল্টা দিলেন দিলীপ

English summary
MLA Hiran Chatterjee fan club demands TMC posts an fake picture to increases speculation of TMC joining
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X