For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখনই যেতে পারছি না, ইডি-কে বার্তা মিঠুন চক্রবর্তীর

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মিঠুন
কলকাতা, ১৯ জুন: সারদা মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সমন পাঠালেও এখনই তিনি যেতে পারছেন না। কারণ, শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় সময় দিতে পারবেন না। এক মাস পর যেন এই সময় দেওয়া হয়। বৃহস্পতিবার এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।

মিঠুনবাবুর নির্দেশে তাঁর আইনজীবী এ দিন দুপুরে সল্ট লেকে ইডি অফিসে যান। দেড় ঘণ্টা কথা বলেন ইডি অফিসারদের সঙ্গে। বলেন, তাঁর মক্কেল দেশের আইনকে সম্মান করেন। তদন্তে পূর্ণ সহায়তা করবেন। কিন্তু এখনই আসতে পারছেন না সিনেমার শ্যুটিং চলার কারণে। বিষয়টি যেন মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করা হয় এবং এক মাস পর ফের ডাকা হয়। তখন নিশ্চয় যাবেন।

সারদা মামলায় অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তীকে গত মঙ্গলবার সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ওইদিন সন্ধেবেলা এই সমনটি এসে পৌঁছয় মিঠুনবাবুর কাছে। এক সপ্তাহের ভিতর তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি।

প্রসঙ্গত, সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের একটি চিঠিতে মিঠুন চক্রবর্তীর নাম পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে ইডি দেখেছে, মিঠুন চক্রবর্তীকে দু'কোটি টাকার একটি চেক দিয়েছিলেন সুদীপ্ত সেন। কী কারণে ওই চেক দেওয়া হয়েছিল, তা জানতেই ডাকা হয়েছে তাঁকে।

মিঠুন চক্রবর্তী সারদা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। যদিও তাঁর নিজের দাবি, ব্র্যান্ড অ্যাম্বাসাডর নয়, সারদা গোষ্ঠীর একটি সাম্মানিক পদে কাজ করতেন। সেই জন্য মাসে ২০ লক্ষ টাকা বেতন পেতেন। 'বাংলা বলছে, সঙ্গে মিঠুন' এই নামের একটি অনুষ্ঠানও তিনি করতেন। চুক্তি অনুযায়ী, ওই অনুষ্ঠানের জন্য আলাদাভাবে ৫২ লক্ষ পারিশ্রমিক পাওয়ার কথা ছিল। সেই টাকা তিনি আজও পাননি।

এই বিপুল পরিমাণ টাকা লেনদেনের বিষয়টি জানতেই ইডি জেরা করার সিদ্ধান্ত নেয় মিঠুন চক্রবর্তীকে।

English summary
Mithun Chakraborty busy with film shooting, unable to face ED at present
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X