For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিশন ১৪৮: জানুয়ারিতে বাংলায় তিন বিজেপি হেভিওয়েট, পরের মাসেই মোদী

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২ জানুয়ারি: মিশন ১৪৮।

২০১৬ সালের বিধানসভা ভোটকে মাথায় রেখে নতুন বছরের প্রথম মাস থেকেই ঝাঁপিয়ে পড়ল বিজেপি। জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গে আসছেন দলের তিন হেভিওয়েট নেতা। এঁরা হলেন অরুণ জেটলি, নীতিন গড়করি এবং অমিত শাহ। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় নিরঙ্কুশ গরিষ্ঠতা পেতে দরকার ১৪৮টি আসন। তাই সংশ্লিষ্ট লক্ষ্যমাত্রার নাম দেওয়া হয়েছে মিশন ১৪৮।

কক

৩০ নভেম্বরে ভিক্টোরিয়া হাউসের সামনে দলীয় সভায় এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলে গিয়েছিলেন, "আসল জয় সেইদিন আসবে, যখন আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসব।" প্রথমে ঠিক হয়েছিল যে, দিল্লিতে বিধানসভা ভোট মেটার পর চলতি বছরের মাঝামাঝি সময় থেকে তাঁরা ময়দানে নামবেন। কিন্তু রাজ্য বিজেপি চায়, কলকাতা পুরসভা ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই প্রচার শুরু হোক। তাতে সায় দিয়েছেন অমিত শাহ।

৬-৮ জানুয়ারি কলকাতায় বসছে আন্তর্জাতিক শিল্প সম্মেলন। রাজ্য সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে আসছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং পরিবহণ ও জাহাজ মন্ত্রী নীতিন গড়করি। কিন্তু সেই ফাঁকে তাঁরা দেখা করবেন রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে।

এর পরই ২২ জানুয়ারি কলকাতায় আসছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি রাহুল সিনহা, তথাগত রায়দের সঙ্গে বৈঠকের পাশাপাশি দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় যাবেন। সাধারণ কর্মীদের সঙ্গে কথা বলবেন। চূড়ান্ত সফরসূচি ঠিক হবে রাজ্য সভাপতি রাহুল সিনহা ও পশ্চিমবঙ্গে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা সিদ্ধার্থনাথ সিংয়ের সঙ্গে কথা বলে।

জানুয়ারির পর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ব্রিগেডে নরেন্দ্র মোদী জনসভা করতে আসবেন বলেও খবর রয়েছে। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি।

English summary
Mission 148: Three BJP heavyweights coming to Bengal in January, then Modi in Feb
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X