চাকরি পাইয়ে দেওয়ার নামে নাবালিকা ধর্ষণের অভিযোগ সল্টলেকে, গ্রেফতার ১
কাজ পাইয়ে দেওয়ার নামে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এদিন সল্টলেকের সুকান্ত নগর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিধাননগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম নিমাই দাস। বিধাননগর থানায় নিগৃহীত নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করে। সেখানে বলা হয়, কাজ পাইয়ে দেওয়ার নাম করে ওই নাবালিকাকে বাড়িতে ডেকে পাঠিয়েছিল অভিযুক্ত নিমাই। এরপর বাড়িতেই তাকে ধর্ষণ করে।
জানা গিয়েছে, ধর্ষণের ফলে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এবং তারপরই নাবালিকার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে। সল্টলেকের মতো জায়গায় এমন ঘটনা ঘটায় বেশ হইচই পড়ে গিয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে। পিছনে আর কোনও অভিসন্ধি ছিল কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছে। অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।