For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বাড়বৃদ্ধিতে কোভিড-আচরণবিধি মেনে চলার নির্দেশ শঙ্কিত স্বরাষ্ট্রমন্ত্রকের

দেশে করোনা সংক্রমণের তীব্র বাড়বৃদ্ধিতে শঙ্কিত স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রক সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মর্মে একটি চিঠি দিয়েছে।

Google Oneindia Bengali News

দেশে করোনা সংক্রমণের তীব্র বাড়বৃদ্ধিতে শঙ্কিত স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রক সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মর্মে একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে কোভিড-বিধি মেনে চনা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। জানানো হয়েছে, মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। সামাজিক দূরত্ব-সহ সমস্ত আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে।

করোনার বাড়বৃদ্ধিতে কোভিড-আচরণবিধি মেনে চলার নির্দেশ

স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, করোনারভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে মারাত্মকভাবে। এই বৃদ্ধি মূলত শিথিলতার কারণে হয়েছে বলেই মনে করছে কেন্দ্র। বিশেষত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জনাকীর্ণ জায়গাগুলিতে কোভিড-নির্দেশিকা অনুসরণ করে চলতে হবে। জানানো হয়েছে হোলি উৎসবের আগে সতর্কতা অবলম্বন করা জরুরি।

শুক্রবার সারা দেশে ৪০,০০০-এরও বেশি করোনা সংক্রমণ হয়েছে। যার মধ্যে শুধু মহারাষ্ট্র থেকে ২৫,০০০ এর বেশি রিপোর্ট হয়েছে। প্রায় পাঁচ মাস ধরে হ্রাস পেয়ে এসেছে করোনার সংক্রমণ। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ফের দেশের বেশিরভাগ জায়গায় ক্রমবর্ধমান প্রবণতা দেখাচ্ছে করোনা ভাইরাস। শুক্রবার রাজ্যগুলিতে লিখিত চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা বলেছেন, শিথিলতার কারণে করোনা বিপদ মারাত্মক রূপ নিয়েছে ফের।

করোনার ক্রমবর্ধমান চেহারা এবং আসন্ন হোলি উৎসবের কথা মাথায় রেখে গাইডলাইনগুলি মেন চলতে হবে। মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে নিয়মিত ব্যবধানে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। তিনি সকল রাজ্যকে কোভিড ১৯-এর যথাযথ আচরণ অনুসরণ করার জন্য জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির কথা জানিয়ছেন।

English summary
Ministry of home affairs alarmed over a sharp rise in Coronavirus infections in the country.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X