For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মঞ্চ ভেঙে হুড়মুড়িয়ে পপাত ধরণীতল মন্ত্রী-বিধায়করা, তুলে আনতে হল কোলে করে

মঞ্চ ভেঙে পড়ে গেলেন মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য স্বপন দেবনাথ একেবারে ভুপতিত হন মঞ্চ ভেঙে। মঞ্চে উপস্থিত অতিথিরাও হুড়মুড়িয়ে পড়ে যান নীচে।

  • |
Google Oneindia Bengali News

মঞ্চ ভেঙে পড়ে গেলেন মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য স্বপন দেবনাথ একেবারে ভুপতিত হন মঞ্চ ভেঙে। মঞ্চে উপস্থিত অতিথিরাও হুড়মুড়িয়ে পড়ে যান নীচে। এমনই পরিস্থিতি হ নিজেরা ওঠার মতো অবস্থায় ছিলেন না। মন্ত্রী ও তাঁর সভাসদদের কোলে করে তুলে আনতে হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্ধমানের কাটোয়ায়।

মঞ্চ ভেঙে হুড়মুড়িয়ে পপাত ধরণীতল মন্ত্রী-বিধায়করা, তুলে আনতে হল কোলে করে

পূর্ব বর্ধমানের কাটোয়ায় পশু হাসপাতালের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে অপারেশন থিয়েটারের উদ্বোধন করতে মঞ্চে উঠেছিলেন মন্ত্রী ও অন্যান্য অতিথিরা। হঠাৎই হুড়মুড়িয়ে বেঙে পড়ে মঞ্চ। মঞ্চে উপস্থিত সবাইকে নিয়ে নীচে পড়ে যান মন্ত্রী। উপস্থিত ছিলেন বিধায়কও।

[জম্মুতে 'গৃহবন্দী' থেকে মুক্ত রাজনৈতিক নেতারা! কাশ্মীরে স্তব্ধ ইন্টারনেট পরিষেবা][জম্মুতে 'গৃহবন্দী' থেকে মুক্ত রাজনৈতিক নেতারা! কাশ্মীরে স্তব্ধ ইন্টারনেট পরিষেবা]

মন্ত্রী ও বিধায়ক চোট পান গুরুতর। অন্যান্যরাও আভাত পান। তাঁদের প্রত্যেকের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন মন্ত্রী-বিধায়করা। কী করে এই ঘটনা ঘটল, কোথায় গাফিলতি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছ।

[ভারত হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত! সংঘপ্রধান মোহন ভাগবতের আর সন্দেহ নেই ][ভারত হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত! সংঘপ্রধান মোহন ভাগবতের আর সন্দেহ নেই ]

English summary
Minister Swapan Debnath fells to break the stage in Burdwan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X