For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাদবপুরের পড়ুয়াদের পাশে আছেন, ইঙ্গিত দিলেন সুব্রত

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

সুব্রত
কলকাতা, ২২ সেপ্টেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলরত পড়ুয়াদের বিরুদ্ধে তাঁর দল যতই তোপ দাগুক, যতই কালি ছেটান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বোঝালেন তিনি ছাত্রছাত্রীদেরই পাশে। এর ফলে তিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও বিষনজরে পড়বেন বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ছাত্ররা সরল, বুঝিয়ে সামলাতে হয়, যাদবপুরে পুলিশি হামলার নিন্দায় সরব মন্ত্রী

গত মঙ্গলবার রাতে পুলিশ বর্বরভাবে হামলা চালিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ক্যাম্পাসে। তার জেরে মুখ খুলেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। এই মন্তব্য তাঁর দল পছন্দ করেনি বলেই খবর। রবিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ফের বলেন, "বৃষ্টিতে ভিজে ওরা মিছিল করেছে, আমি দেখেছি। এ রকম ভিজতে পারে একমাত্র ছাত্ররাই। কেরানিকুলকে এমন বৃষ্টিতে ভেজানো যাবে না।" সুব্রতবাবুর মন্তব্য থেকে পরিষ্কার, তিনি ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিসম্পন্ন। সেটাই তাঁর কথা ঝরে পড়েছে।

প্রসঙ্গত, এক সময় ছাত্র পরিষদের দাপুটে নেতা ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। ছাত্র রাজনীতির সুবাদেই তাঁর উত্থান। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ন্যায্য ছাত্র আন্দোলন দেখে তিনি নস্টালজিক হয়ে পড়েছেন, এটাই বলছে ওয়াকিবহাল মহল।

সুব্রতবাবুর মতো আর এক মন্ত্রী ফিরহাদ হাকিমও প্রথমে মুখ খুলেছিলেন পুলিশি নির্যাতনের বিরুদ্ধে। কিন্তু চাপ আসায় তিনি মুখে কুলুপ আঁটেন। বোঝা যাচ্ছে, তৃণমূলের অন্দরেই মতভেদ রয়েছে। যদিও কোনও মতকে পাত্তা না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবারই পথে নেমেছে টিএমসিপি বা তৃণমূল ছাত্র পরিষদ। সঙ্গে শাসক দল-প্রভাবিত শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সংগঠন। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, "শনিবারের মিছিলে বহিরাগতরা ছিল। প্রকৃত ছাত্রদের নিয়ে সোমবার মিছিল করছি আমরা।"

ওয়াকিবহাল মহলের মতে, ছাত্রদের সঙ্গে এভাবে সম্মুখ সমরে নেমে ঠিক করছে না রাজ্য সরকার। তাতে ভুল বার্তা যাচ্ছে জনমানসে। বরং মুখোমুখি বসে আলোচনা চালানো উচিত ছিল।

English summary
Minister Subrata Mukherjee again supports JU students, may be cornered in the party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X