For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা থেকে রেল লাইন তুলছেন মোদী! মুকুলের জবাবদিহি চাইলেন রাজীব

হুগলির চুঁচুড়ায় এক জনসভায় রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় রেললাইন তুলে দেওয়া নিয়ে প্রশ্ন ছুড়ে দেন মুকুল রায়কে।

  • |
Google Oneindia Bengali News

যেখানেই মুকুল রায় সভা করছেন, তার পাল্টা সভা করছে তৃণমূলও। মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর থেকেই এই ধারা বর্তমান। সেই মতোই এবার পাল্টা সভা থেকে মুকুল রায়কে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শনিবার হুগলির চুঁচুড়ায় এক জনসভায় রাজীববাবু রেললাইন তুলে দেওয়া নিয়ে প্রশ্ন ছুড়ে দেন মুকুল রায়কে।

রেল লাইন তুলছেন মোদী

রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'মুকুলবাবুকে রেলমন্ত্রী করেছিলেন দিদি। তিনি এখন বিজেপিতে। তিনিই এবার প্রতিক্রিয়া দিন রেলমন্ত্রকের এই সিদ্ধান্তের।' রাজীবের কথায়, 'স্বাধীনতার পর থেকে প্রতিটি রেল বাজেটে নতুন রেল লাইন পাতা হত। আর এই সরকার বাজেটের আগে রেল লাইন তুলে দেওয়ার কথা বলছে।'

এর আগে এই ময়দানেই মুকুল রায় সভা করে গিয়েছিলেন। তৃণমূলকে আক্রমণ শানিয়েছিলেন। তার উত্তরে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি মুকুলবাবুর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, 'রাজ্য থেকে বিজেপি সরকার কিছু নির্দিষ্ট রেল লাইন তুলে দেবে বলেছে, এবার বিজেপি নেতারা আপনারা প্রতিক্রিয়া দিন। কেন চুপ আপনারা? '

এদিন এই মঞ্চ থেকেই নরেন্দ্র মোদীর সমালোচনা করা হয়। তৃণমূল নেতাদের আক্রমণ, 'নরেন্দ্র মোদী চা বিক্রি করতেন। এখন তিনি দেশ বিক্রি করছেন। নতুন উন্নয়ন তো দূর অস্ত, তিনি পুরনো যা কিছু রয়েছে, তাও তুলে দিতে চাইছেন। রেল পরিবহনও বন্ধ করে দিতে চাইছেন তিনি।'

চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার থেকে শুরু করে জেলা তৃণমূল যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মুখেও মুকুল রায়ের সমালোচনা। অসিতবাবু চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ''আগে একটা পঞ্চায়েত সদস্যকে হারিয়ে দেখান মুকুলবাবু। তারপর আপনি জয়ের স্বপ্ন দেখবেন পঞ্চায়েতে। আপনি ভোটে দাঁড়ান, আপনার জামানত বাজেয়াপ্ত করে ছাড়ব আমরা।'

তিনি বলেন, 'মুকুল রায় রেলের ব্ল্যাক লিস্টেড কন্ট্রাক্টর ছিলেন। সেখান থেকে তাঁকে তুলে নিয়ে গিয়ে রেলমন্ত্রীর আসনে বসান মমতা বন্দ্যোপাধ্যায়। তার যোগ্য প্রতিদান দিয়েছেন তিনি!' আর শান্তনুবাবু বলেন, 'মুকুল রায় নিজের ছেলেকেই নিয়ে যেতে পারলেন না বিজেপিতে। আর তিনি তৃণমূলকে ভাঙবেন! রাজ্যের তৃণমূলের ভিত এত পলকা নয় যে বোকা নন, মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যাবে। আসলে চুরির দায় থেকে বাঁচতেই মুকুল রায় বিজেপিতে গিয়েছেন।'

English summary
Minister Rajib Banerjee wants to know Mukul Roy’s reaction about central’s rail strategy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X