মমতার বাংলায় অনুন্নয়নের ছবি! তৃণমূল সাংসদই উন্নয়নপ্রার্থী, চিঠি লিখলেন ফিরহাদকে
কলকাতার মহানাগরিক তথা নগরোন্নয়নমন্রীাছ ফিরহাদ হাকিমকে চিঠি লিখলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। সাংসদের সেই চিঠিতে স্পষ্ট হয়ে উঠল অনুন্ননের চিত্র। তাঁর বার্তা বাইপাসের বেহাল রাস্তচা মেরামত করা হোক অবিলম্বে। সাংসদ নিজে ওই রাস্তায় গিয়েছেন। লক্ষ্য করেঠেন কী বেহাল দশা রাস্তার! যার জেরে নিত্য দুর্ঘটনা ঘটে চলেছে।

তৃণমূল সাংসদ মেয়রকে লেখা চিঠিতে লিখেছেন- কামালগাজি ব্রিজ থেকে বারুইপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা। নিজে ওই দুরবস্থার সাক্ষী। প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটছে। এই বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে ওই রাস্তার। তাই দ্রুত রাস্তা মেরামতের আবেদন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে।
উল্লেখ্য, কামালগাজি থেকে বারুইপুর পর্যন্ত রাস্তা তৈরি হয়েছিল বাম জমানায়। এই রাস্তার জমি অধিগ্রহণ থেকে শুরু করে রাস্তা নির্মাণ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তৎকালীন সিপিএম সাংসদ সুজন চক্রবর্তী। এবার তৃণমূল সাংসদ উদ্যোগী হলেন সেই রাস্তার সংস্কারে।
বিগত এক বছরে এই রাস্তার হাল খুব খারাপ পর্যায়ে পৌঁছেছে। পিচ উঠে গিয়ে গর্ত হয়ে গিয়েছে। মরণফাঁদ হয়ে রয়েছে ওই রাস্তা। মিমি চক্রবর্তী সাংসদ হওয়ার পর থেকেই এলাকার মানুষের অভিযোগ শুনছেন, তাঁর কাছে লিখিত অভিযোগ ও ই-মেল বার্তাও এসেছে। তাই তিনি এবার ফিরহাদকে চিঠি লিখে সমস্যার সমাধানের আবেদন করেন। তিনি আশাবাদী, শীঘ্রই মেরামত হবে বেহাল রাস্তার।