For Quick Alerts
For Daily Alerts
করোনা লকডাউনে অনাথ শিশুদের পাশে দাঁড়ালেন সাংসদ মিমি
করোনা ভাইরাসের জন্য সমগ্র দেশ থমকে। ছোটো থেকে বড়ো সকলেই আজ দুশ্চিন্তায়। এই অবস্থায় ছোটো ছোটো অনাথ শিশুদের পাশে দাঁড়ালেন সাংসদ মিমি চক্রবর্তী।

সাংসদ মিমি চক্রবর্তীর নির্দেশ মেনে টিম মিমি পৌঁছে যায় মাদুরদহ মৌজার ইউনিভার্সাল স্মাইল নামে একটি সংস্থার কাছে।

মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কেন নেই মুখ্যমন্ত্রী, খোঁচা রাজ্যপালের
সেখানে তারা সাংসদের পাঠানো ত্রাণ (চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন, চকোলেট, বিস্কুট, দুধ, হরলিকস) ও আরও অন্যান্য সামগ্রী ৪৫জন অনাথ শিশুর হাতে ১৫ দিনের খাবার তুলে দেয়। এবং আশ্বাস দেন, যতদিন তালাবদ্ধ থাকবে গোটা দেশ ততদিন সাংসদ মিমি যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই সংস্থাকে।