Oneindia থেকে ব্রেকিং নিউজের আপডেট পেতে

সারাদিন ধরে চটজলটি নিউজ আপডেট পান

You can manage them any time in browser settings

জাল নোট চক্রের তদন্তে নেমে মিলল জঙ্গিযোগ, আলফার লিঙ্কম্যান জালনোট কারবারি প্রদীপ!

  • By: Oneindia Bengali Digital Desk
Subscribe to Oneindia News

মালদহ, ১৭ অক্টোবর : কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়ল কেউটে। জাল নোট পাচার চক্রের তদন্ত নেমে পুলিশের কছে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। শিলিগুড়ি থেকে ধৃত জাল নোট পাচারকারীদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, তাদের সঙ্গে যোগ রয়েছে জঙ্গি সংগঠন আলফার।

শনিবার শিলিগুড়ির প্রধাননগর থেকে জালনোট চক্রের দুই পাণ্ডা প্রদীপ গগৈ ও সুধীর সরকারকে গ্রেফতার করে সিআইডি। ৪৪ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। এ ঘটনা তো উত্তরবঙ্গে নিত্যনৈমিত্তিক ঘটে থাকে। তাতে আর চাঞ্চল্যের কী আছে। কিন্তু তাদের জেরা করেই বেরিয়ে এল জঙ্গি-যোগের চাঞ্চল্যকর তথ্য।

জাল নোট চক্রের তদন্তে নেমে মিলল জঙ্গিযোগ, আলফার লিঙ্কম্যান জালনোট কারবারি প্রদীপ!

তাদের সঙ্গে যে অসমের আলফা জঙ্গিগোষ্ঠীর যোগসাজোশ ছিল, তা স্পষ্ট হয়ে উঠেছে। তাদের কাছ থেকেই জাল নোট কিনে নিয়ে যেত জঙ্গিগোষ্ঠীর সদস্যরা। গত কয়েকমাস অসমের বেশ কয়েকজন জালনোট ক্যারিয়ার ধরাও পড়েছে দেশে। তাদের মুখেও শোনা গেছে এই প্রদীপ ও সুধীরের নাম।

এমনই একজন অসমের ধেমাজির বাসিন্দা ট্রিথ। জাল নোট ক্যারিয়ার। ধরা পড়েছিল এ বছরেরই এপ্রিলে। মালদহের জাল নোট কারবারীদের কাছ থেকে নোট কিনতে এসেছিল। ট্রিথকে জেরা করে সিআইডি জানতে পারে প্রাক্তন সেনাকর্মী ও আলফা লিঙ্কম্যান প্রদীপ গগৈর নাম। পুজোর ঠিক মুখে মালদহ থেকে ধরা পড়া উজানির বাসিন্দা পবন শর্মার মুখেও জানা যায় প্রদীপ-সুধীরের কথা।

তাদেরকে জেরা করে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মালদহের জাল নোট চক্রের হদিশ মেলে। প্রদীপ ও সুধীরই এই চক্রের মূল পাণ্ডা ছিল। ওই চারজনকে জেরা করে যে তথ্য সামনে এসেছে, তাতেই স্পষ্ট উত্তর-পূর্ব জঙ্গি সংগঠনগুলির সঙ্গে জাল নোট কারবারিদের যোগসাজশ রয়েছে।

English summary
Militant orginasation alfa link man arrested from siliguri
Please Wait while comments are loading...