For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার মুসলিম ভোটব্যাঙ্কে থাবা বসাতে বাংলায় পা দিচ্ছে 'মিম'! ব্রিগেডে মহাসমাবেশ

বাংলায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের কাছে পৌঁছাতে চাইছেন মিম প্রধান আয়াদউদ্দিন ওয়াইসি।

  • |
Google Oneindia Bengali News

বাংলায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের কাছে পৌঁছাতে চাইছেন মিম প্রধান আয়াদউদ্দিন ওয়াইসি। হায়দরাবাদের সাংসদ সেই উদ্দেশ্যেই নতুন বছরের মাঝামাঝি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি মেগা সমাবেশ করতে পারেন। সম্প্রতি দলের তরফে এই বার্তা দিয়েছেন এক নেতা।

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সমাবেশ

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সমাবেশ

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সমাবেশ করার জন্য ইতিমধ্যেই অনুমতি চেয়েছে মিম। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন তথা এআইএমআইএম তথা মিম সুপ্রিমো ওয়াইসি। মিমের রাজ্য সভাপতি জমিরুল হাসান সংবাদসংস্থা পিটিআইকে এই তথ্য জানিয়েছেন।

ওয়াইসি মহাসমাবেশে প্রধান বক্তা

ওয়াইসি মহাসমাবেশে প্রধান বক্তা

জমিরুল হাসান বলেন, "আমরা ইতিমধ্যে ২০২০ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি মেগা সমাবেশের জন্য উপযুক্ত তারিখ চেয়ে কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠিয়েছি। আসাদউদ্দিন ওয়াইসি এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।"

সংগঠন শক্তিশালী করতে জেলা সফর

সংগঠন শক্তিশালী করতে জেলা সফর

শুধু সমাবেশ করেই ক্ষান্ত থাকবেন না তাঁরা। সমাবেশ সফলভাবে শেষ হওয়ার পরে মিম সুপ্রিমোর ছোট ভাই আকবরউদ্দিন ওয়াইসি এবং এআইআইএমআইমের অন্যান্য প্রবীণ নেতারা সংগঠন শক্তিশালী করতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সফরে যাবেন। মিমের চিন্তাধারার প্রচার করবেন তাঁরা।

রাজ্যে দেড় বছর ধরে কাজ

রাজ্যে দেড় বছর ধরে কাজ

আসাদউদ্দিন ওয়াইসি সম্প্রতি বলেছিলেন, তাঁর দল রাজ্যে দেড় বছর ধরে কাজ করছে এবং আগামী বিধানসভা নির্বাচনে তারা লড়বে। সমস্ত আসনেই প্রার্থী দেবে বলেও জানান তিনি। এইআইএমআইএম শহর ও রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে পথসভা করে আসছে অনেকদিন ধরেই।

একহাত নেন আসাদউদ্দিন ওয়াইসিকে

একহাত নেন আসাদউদ্দিন ওয়াইসিকে

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় একহাত নেন আসাদউদ্দিন ওয়াইসিকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এআইআইএমকে একটি চরমপন্থী দল বলে নিশানা করেন। তিনি বলেন এই সংখ্যালঘু চরমপন্থার বিরুদ্ধে বাংলার জনগণকে সতর্ক থাকতে হবে। বাংলার মানুষ ঐক্যের পক্ষে, বিবিধের মাঝে মহামিলনের পক্ষে।

মিম প্রধান তীব্র প্রতিক্রিয়া জানান

মিম প্রধান তীব্র প্রতিক্রিয়া জানান

এরপর মিম প্রধান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছিলেন, যে তৃণমূলের শাসনে রাজ্যের মুসলমানদের উন্নয়ন সূচক সবথেকে খারাপ। তাই পশ্চিমবঙ্গের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তিত করতে তাদের অবতীর্ণ হতে হবে বাংলায়, এমনই বার্তা দেন তিনি।

মমতার মুসলিম ভোটব্যাঙ্কে আঘাত

মমতার মুসলিম ভোটব্যাঙ্কে আঘাত

এরপরই তিনি জানান, এআইএমআইএম ২০২১ সালের বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। তাই মিম এ রাজ্যে পা দিলেন তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্কে আঘাত নেমে আসতে পারে বলে মনে করচেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সুবিধা হবে বিজেপির। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেন মিম-প্রধানকে।

ভূস্বর্গের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর থাকছে, লোকসভায় দাবি কেন্দ্রেরভূস্বর্গের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর থাকছে, লোকসভায় দাবি কেন্দ্রের

তৃণমূল জিতছে, ভোট বাড়ছে বিজেপির! ২০২১ মহাযুদ্ধের আগে চিন্তা অবাক সমীকরণেতৃণমূল জিতছে, ভোট বাড়ছে বিজেপির! ২০২১ মহাযুদ্ধের আগে চিন্তা অবাক সমীকরণে

English summary
MIIM chief Asaduddin Owaisi do rally in Brigade of Kolkata in target of Muslim vote. He says to fight in Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X