For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিযায়ী শ্রমিক ইস্যুতে রেলওয়েজের বক্তব্য 'ভুল'! সংঘাতের পারদ চড়াল আলাপনের টুইট

  • |
Google Oneindia Bengali News

অধীর চৌধুরী দাবি করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তাঁর ফোন যাওয়ার পরই রাজ্যের জন্য ৮টি ট্রেন বরাদ্দ করে পরিযায়ী শ্রমিকজের ঘরে ফেরানো হচ্ছে। এতে রাজ্য সরকারের কোনও উজ্জ্বল উদ্যোগ নেই। আর অন্যদিকে, এই ইস্যুতে ভারতীয় রেলের টুইটকে 'অসত্য' বলে দাবি করা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের তরফে। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা থেকে শুরু করে এখন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা ইস্যু পর্যন্ত, কেন্দ্র- রাজ্য সংঘাতের পারদ যে পতনমুখী নয়, তা আরও একবার প্রমাণ পাওয়া গেল।

রেল মন্ত্রকের টুইট

রেল মন্ত্রকের টুইট

কেন্দ্র,রাজ্য সংঘাত ছিলই। তাতে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের মুখ্য়মন্ত্রীর মধ্যে চিঠি বিনিময় আরও পারদ চড়ায়। এদিকে, রেল মন্ত্রক একটি টুইটে জানিয়েছিল যে, রেলের তরফে পরিযায়ী শ্রমিকদের জন্য ৩০০ টি ট্রেন চালু হচ্ছে। যে রাজ্যগুলির মধ্যে এই ট্রেন পরিষেবা চালু হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি হল,উত্তর প্রদেশ, বিহার,ওড়িশা, মধ্যপ্রদেশ। তবে পশ্চিমবঙ্গ থেকে মাত্র ২ টি ট্রেনে অনুমতি দেওয়ার কথা জানানো হয়েছে। একটি আজমেঢ় শরিফ থেকে অন্যটি এরনাকুলাম থেকে।

রেল মন্ত্রকের দাবি

রেল মন্ত্রকের দাবি

কেন্দ্রীয় রেলমন্ত্রক সাফ ভাষায় সোশ্যাল মিডিয়ায় জানায় যে মহারাষ্ট্র থেকে কোনও শ্রমিক স্পেশ্যাল ট্রেন পশ্চিমবঙ্গে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। যদিও মহারাষ্ট্র থেকে ১৬ টি ট্রেনের রাজ্যে প্রবেশের প্রয়োজন রয়েছে। ৬ টি ট্রেনের অনুমতি পশ্চিমবঙ্গ সরকারের তরফে দেওয়া বাকি।

আলাপনের পাল্টা বার্তা

রেল মন্ত্রকের পরপর টুইট রাত ৯ টা নাগাদ আসতে থাকে। যেখানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি তুলে ধরা হয় শ্রমিকদের ঘের ফেরা ইস্যুতে। তারপরই পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব সোশ্যাল মিডিয়ায় পাল্টা টুইটে জানান, রেলের টুইট 'ভুল' ও 'বিভ্রান্তিকর'। রাত ১১ টা নাগাদ আলাপন বন্দ্যোপাধ্যায়ের এই টুইট কার্যত পারদ চড়াতে থাকে।

 আলাপনের বার্তা

আলাপনের বার্তা

এদিকে, আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে যে সমস্ত ট্রেনের কথা বলা হয়েছে, তার সমস্তকেই ছাড়পত্র দেওয়া হয়েছে রাজ্যের তরফে। সংশ্লিষ্ট রাজ্যকেও বিস্তারিত জানানো হয়েছে ৮ মে বা তার আগে। এই বিষয়ে নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অমিত-মমতা চিঠি বিনিময়

অমিত-মমতা চিঠি বিনিময়

ওয়াকিবহাল মহলের ধারণা,গোটা পরিস্থিতি থেকে স্পষ্ট যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চিঠি দিল্লি থেকে কলকাতায় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যেতেই রাজ্য প্রশাসন নড়েচড়ে বসে। তবে রাজ্যের দাবি, মমতা সরকার স্বতঃপ্রণোদিত হয়েই রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনছে। এর আগে , ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থানের সমালোচনা করেন আমিত শাহ।

 'ভয় পেয়েছে মমতা', ৯ দিনে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি না হতেই বিজেপি সরব নয়া পদক্ষেপে 'ভয় পেয়েছে মমতা', ৯ দিনে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি না হতেই বিজেপি সরব নয়া পদক্ষেপে

English summary
Migrant labour issue,Ministry of Railways tweet is misleading says west bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X