For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা-মোদীকে ৪০০ চিঠি লিখলেন এঁরা, ডাকঘরে লম্বা লাইন, আজবকাণ্ড বাংলায়

এক এক করে ৪০০ চিঠি লেখা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে পোস্ট করা হল সেই ৪০০ চিঠি।

Google Oneindia Bengali News

এক এক করে ৪০০ চিঠি লেখা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে পোস্ট করা হল সেই ৪০০ চিঠি। এই চিঠি লিখলেন মিড মিলের কর্মীরা। শুধু কি তাই, চিঠি লেখার পরই ঘটল এক আজব কাণ্ড। একে একে সমস্ত কর্মীরা পোস্ট অফিসে এসে লাইন দিয়ে তা পোস্ট করলেন মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর ঠিকানায়।

এক এক করে ৪০০ চিঠি মমতা-মোদীকেও, ডাকঘরে লম্বা লাইন, আজবকাণ্ড বাংলায়

অভিনব এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটায়। এই চিঠি-কাণ্ডে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিন্তু কী রয়েছে ওই চিঠিতে? কেনই বা একের পর এক লাইন দিয়ে চিঠি লিখলেন কর্মীরা? জানা গিয়েছেন মিড মিলের কর্মীরা ওই চিঠিতে বেতন বৃদ্ধি থেকে বেনাস-পিএফের দাবি তুলেছেন।

[আরও পড়ুন; সিবিআই নিয়ে মোদী সরকারের সঙ্গে সংঘাত! দল কংগ্রেসকে পাশে পেলেন না মমতা][আরও পড়ুন; সিবিআই নিয়ে মোদী সরকারের সঙ্গে সংঘাত! দল কংগ্রেসকে পাশে পেলেন না মমতা]

শুধু বেতন-বোনাস বা পিএফের দাবিই নয়, কর্মীরা সরকারি কর্মীর মর্যাদা দানের দাবিও তুলেছেন ওইসব চিঠিতে। মোট ১৩ দফা দাবিতে লেখা চিঠি তাঁরা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনকী প্রধানমন্ত্রীর দফতরেও। সারা বাংলা মিড ডে মিলের কর্মী ইউনিয়নের তরফে এই কর্মসূচি পালন করা হয় গাইঘাটা পোস্ট অফিসে।

[আরও পড়ুন;আজ থেকে বেড়ে গেল যে প্রয়োজনীয় জিনিসগুলির দাম, কতটা বাড়ল জানুন একনজরে][আরও পড়ুন;আজ থেকে বেড়ে গেল যে প্রয়োজনীয় জিনিসগুলির দাম, কতটা বাড়ল জানুন একনজরে]

দুর্গাপুজোর আগে থেকেই এই সংক্রান্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন মিড ডে মিলের কর্মীরা। বিডিও অফিসে ডেপুটেশনও দিয়েছিলেন। তাঁদের দাবি ছিল ১২ মাস তাঁদের বেতন দিতে হবে। মাসে অন্তত ১৮ হাজার টাকা করে বেতন দিতে হবে। এমনই দাবি সম্বলিত চিঠি পোস্টের এই কর্মসূচি চলবে। আরও দু-হাজার কর্মী চিঠি লিখবেন মোদী-মমতাকে।

[আরও পড়ুন; প্রকাশ করলেন পাচন-হেঁয়ালি! দলের কর্মীদের যা নির্দেশ দিলেন অনুব্রত মণ্ডল ][আরও পড়ুন; প্রকাশ করলেন পাচন-হেঁয়ালি! দলের কর্মীদের যা নির্দেশ দিলেন অনুব্রত মণ্ডল ]

English summary
Mid day meal workers write 400 letters to Mamata and Modi. They demand to increase salary and PF,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X