For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃদ্ধাঙ্গুষ্ঠের নখে আস্ত চন্দ্রযান ২! শিলিগুড়ির অণু-শিল্পী তাক লাগিয়ে দিলেন বিশ্বকে

বৃদ্ধাঙ্গুষ্ঠের নখে আস্ত চন্দ্রযান! পশ্চিমবঙ্গের শিলিগুড়ির অণু-শিল্পী রমেশ শাহ তাঁর বৃদ্ধাঙ্গুলিতে চন্দ্রযান ২-এর ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

বৃদ্ধাঙ্গুষ্ঠের নখে আস্ত চন্দ্রযান! পশ্চিমবঙ্গের শিলিগুড়ির অণু-শিল্পী রমেশ শাহ তাঁর বৃদ্ধাঙ্গুলিতে চন্দ্রযান ২-এর ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছেন। চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের চাঁদে অবতরণের প্রাক মুহূর্তে বাঙালি শিল্পীর চন্দ্রযান ২-নিয়ে আশ্চর্যজনক শিল্পকর্ম মুহূর্তে ভাইরাল হয়ে উঠেছে। তিনি এই ক্ষুদ্র চিত্র এঁকে অধ্যবসায় এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন।

বৃদ্ধাঙ্গুষ্ঠের নখে আস্ত চন্দ্রযান ২! তাক লাগালেন শিলিগুড়ির

রমেশ শাহ এই শৈল্পিক কর্মে বিশ্বের অন্যতম অগ্রণী। তাঁর শৈল্পিক ক্রিয়াকলাপ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছে। এহেন এক অনন্য শিল্পী রমেশ শাহ তাঁর বৃদ্ধাঙ্গুষ্ঠে আঁকলেন চন্দ্রযানের ছবি। ল্যান্ডার বিক্রমের ল্যান্ডিং পেইন্ট স্থান পেল তাোঁর ডান হাতের বুড়ো আঙুলে।

এই ছবিটির জন্য তিনি নিয়েছেন মাত্র ১৫ থেকে ২০ মিলিমিটার জায়গা। আর পুরো চিত্রকর্মটি শেষ করতে তাঁর সময় লেগেছে তিন দিন। ভারতীয় মহাকাশযান চাঁদে পা রাখলে ইতিহাস সৃষ্টি হবে। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে নিজের শিল্পকর্মকে জুড়ে দিয়ে এক অনন্য নিদর্শন স্থাপন করলেন শিল্পী রমেশ শাহ।

শনিবার ভোরে চন্দ্রযান ২-এর বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে। এর পরে ভারত হয়ে উঠবে বিশ্বের চতুর্থ দেশ যারা চাঁদের বুকে অবতরণ করতে সক্ষম হবে। এই মর্মেই হাতের নখে অনুচিত্র এঁকে ঐতিহাসিক ক্ষণকে তিনি স্মরণীয় করে রাখলেন। শিল্পী জানান, মাইক্রো আর্ট পেইন্টিং করে পাঁচটি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন তিনি। এইরকম ক্ষুদ্র চিত্র এঁকে আমি সত্যিই খুব ভালো বোধ করি।

English summary
Micro artist of Siliguri Ramesh Shah has painted a miniature painting of Chandrayaan 2. He has shown perseverance and patience by this creation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X