For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সম্মতি'তে নাম ছিল বুদ্ধদেবের, অসম্মতিতে ছিল না সন্ধ্যার নাম! 'পদ্ম' বিতর্কে রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের

'সম্মতি'তে নাম ছিল বুদ্ধদেবের, অসম্মতিতে ছিল না সন্ধ্যার নাম! 'পদ্ম' বিতর্কে রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের

  • |
Google Oneindia Bengali News

পদ্মভূষণ (Padma Bhushan) প্রাপ্তির কথা ঘোষণার আগে বুদ্ধদেব ভট্টাচার্যের ( buddhadeb bhattacharjee) বাড়িতে ফোন করে জানানো হয়েছিল। সেই সময় কোনও আপত্তি না জানানোয় তাঁর নাম রাখা হয়েছিল। পদ্ম-প্রত্যাখ্যান বিতর্কে প্রধানমন্ত্রীর দফতরকে (pmo) এমনটাই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের (mha)। অন্যদিকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের আপত্তির কারণেই তাঁর নাম তালিকায় ছিল না বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

প্রত্যাখ্যান নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের বিবৃতি

প্রত্যাখ্যান নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের বিবৃতি

পদ্মভূষণ প্রাপ্তির তালিকা ঘোষণার প্রায় ঘন্টা তিনেক পরে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো গয়, তিনি কিছুই জানতেন না। তাঁকে কিছু জানানো হয়নি। এই বিবৃতিতে বিষ্মিত হন স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা। সূত্রের খবর অনুযায়ী, পদ্ম নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে জানাতে, কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের কলকাতা শাখাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই মতো সেখাকার এক আধিকারিক বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে ফোন করেন। বিষয়টি জানানোর পরে, ফোনের অপর প্রান্ত থেকে কোনও আপত্তি করা হয়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

জানতেন না রাজ্যে সিপিএম নেতারা

জানতেন না রাজ্যে সিপিএম নেতারা

জানা গিয়েছে, পদ্ম ঘোষণার আগে পর্যন্ত বিষয়টি নিয়ে কিছুই জানতেন না রাজ্যের সিপিএমের শীর্ষ নেতারা। সেই সময় জানতেন শুধু বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। তবে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে বিষয়টি নিয়ে জানিয়েছিলেন কিনা, তা নিয়েও প্রশ্ন থাকছে। কেননা বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতি এমনই যে কোনও উত্তেজনামূলক কথাই তাঁকে সঙ্গে সঙ্গে বলার উপায় নেই। তবে জানা গিয়েছে, পদ্ম তালিকায় নাম দেখার পরেই, রাজ্য সিপিএম-এর শীর্ষ নেতারা বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন। সিপিএম-এর সিদ্ধান্ত এবং বিজেপি সরকারের রাজনৈতিক কৌশলের কথা তুলে প্রত্যাখানের বিষয়টি সামনে আসে।

ঘনিষ্ঠ মহলে অবস্থান জানিয়েছেন মীরা ভট্টাচার্য

ঘনিষ্ঠ মহলে অবস্থান জানিয়েছেন মীরা ভট্টাচার্য

বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনও মন্তব্য না করলেন ঘনিষ্ঠ মহলে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য নাকি বলেছেন, দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে নেই বুদ্ধদেব ভট্টাচার্য। তা ছাড়াও ফোনে অচেনা কণ্ঠস্বরে পদ্ম-পুরস্কারের বিষয়টিকে ধন্যবাদ জানিয়ে ফোন রেখেছিলেন। তিনি ভেবেছিলেন, সরকারিভাবে কোনও চিঠি আসবে, কিন্তু তাঁর ধন্যবাদকেই আপত্তি নয়, বলে ধরে নেওয়াটা ভুল। তাই তালিকা প্রকাশের পরে নাম দেখার পরে প্রত্যাখ্যানের কথা জানানো হয়েছে। এবিষয়টি নিয়ে যেভাবে বিতর্ক তৈরি হয়েছে, তাকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছন তিনি।

রাজনীতির নানা-মুনির নানা মত

রাজনীতির নানা-মুনির নানা মত

বুদ্ধদেব ভট্টাচার্যের নাম পদ্মতালিকায় দেখার পরে কুণাল ঘোষ বিজেপি-সিপিএম আঁতাতের অভিযোগ করেছিলেন। তবে না নেওয়ার কথা ঘোষণা করার পরেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে বলতে শোনা যায় কমিউনিস্টরা কাঁকড়ার মতো। কাউকেই ওপরে উঠতে দেয় না। ওরা জ্যোতি বসুকেও প্রধানমন্ত্রী হতে দেয়নি।

English summary
MHA says PMO that, there was a consent from Buddhadeb Bhattacharjee's family on Padma award
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X