For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাজাগতিক দৃশ্য বাংলার আকাশে, করোনার আতঙ্কের মধ্যেই দেখা যাবে উল্কাবৃষ্টি

মহাজাগতিক দৃশ্য বাংলার আকাশে, করোনার আতঙ্কের মধ্যেই দেখা যাবে উল্কাবৃষ্টি

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের মারণ থাবা থেকে রক্ষা নেই বিশ্বের। গোটা বিশ্বের কাছে এখন একটাই ত্রাস করোনা ভাইরাস। এই ত্রাসের মধ্যেও এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে কলকাতার আকাশ। বসুন্ধরা দিবসের মাঝরাতে কলকাতার আকাশে উল্কাবৃষ্টি হবে। তাই করোনা ভয়-ভীতি উড়িয়ে রাত জাগার জন্য প্রস্তুত কলকাতা।

খালি চোখেই দেখা যাবে উল্কা

খালি চোখেই দেখা যাবে উল্কা

করোনা রুখতে একজোট হয়ে লড়ছে পৃথিবী। তবু এর মধ্যেই অবিশ্বাস্য এক ঘটনা ঘটতে চলেছে। যার জেরে মহাজাগতিক ঘটনায় বসুন্ধরাকে বিস্মিত করবে প্রকৃতি। আকাশে আজ নানা রঙের খেলা দেখা যাবে রাতদুপুরে। খালি চোখেই দেখা যাবে উল্কা। তা অবিরত ঝরে পড়ার দৃশ্যে এদিন আকাশ হয়ে উঠবে মোহময়ী।

প্রতি ঘণ্টায় ২০টি উল্কাপাত

প্রতি ঘণ্টায় ২০টি উল্কাপাত

আবহবিদরা জানিয়েছেন, এদিন রাতে প্রতি ঘণ্টায় ২০ অথবা তার থেকেও বেশি সংখ্যক উল্কাপাত হবে। আকাশে ভেসে উঠবে আলোর বিন্দু। তারপর মুহূর্তেই ঝরে পড়বে তা। অন্তত লোকচক্ষুতে সেটাই দেখা যাবে। করোনা আতঙ্কের মধ্যেও তাই এই দৃশ্য দেখতে উৎসাহ চরমে।

বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত

বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত

আবহবিদদের কথায়, প্রতি বছর এই সময়ে কোয়াড্রানটিড উল্কাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। এবারও তার অন্যথা হচ্ছে না। শুধু একটাই শর্ত আকাশ পরিষ্কার থাকতে হবে। তাহলেই খালি চোখে দেখা মিলবে উল্কাপাত। ২২ এপ্রিল বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এই মহাজাগতিক দৃশ্যে দেখা যাবে।

উল্কা পাত বা উল্কাবৃষ্টি কী

উল্কা পাত বা উল্কাবৃষ্টি কী

উল্লেখ্য, এই উল্কা পাত বা উল্কাবৃষ্টিকে আমরা সাধারণভাবে বলি তারা খসা। মহাকাশে ভেসে বেড়ানো পাথরখণ্ড ঘুরে বেড়াতে বেড়াতে পৃথিবীর অভিকর্ষের মধ্যে এলেই এরা ভূপৃষ্ঠের দিকে ধেটে আসে। তারপর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে জ্বলে ওঠে উল্কা। পৃথিবীতে পৌঁছনোর আগেই অধিকাংশ বিনষ্ট হয়ে যায়।

করোনা প্রকোপের মাঝেই জাপানে ধেয়ে আসছে ভয়াবহ সুনামি! আছড়ে পড়তে পারে ৩০ মিটার উঁচু ঢেউকরোনা প্রকোপের মাঝেই জাপানে ধেয়ে আসছে ভয়াবহ সুনামি! আছড়ে পড়তে পারে ৩০ মিটার উঁচু ঢেউ

English summary
Meteor showers can be seen in Bengal as a cosmic view of the sky. Above 20 meteors fall in a hour on earth on Wednesday midnight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X