For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে ত্রাতার ভূমিকায় রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী ! মালদহের দুস্থ পরিবারে কী ঘটল

  • |
Google Oneindia Bengali News

প্রবল করুণ পরিস্থিতিতে কার্যত অন্ধকারাচ্ছন্ন ছিল ভবিষ্যৎ। কীভাবে ভবিষ্যতের দিশা দেখা যাবে তা নিয়ে ছিল ব্যাপক দুশ্চিন্তা। আর মুশকিল আসান করতে প্রচারের আলো লুকিয়ে এগিয়ে এলেন তৃণমূলের মন্ত্রী তথা মেদিনীপুরের অন্যতম দাপুটে নেতা শুভেন্দু অধিকারি।

অনাহার থেকে আলোর পথে

অনাহার থেকে আলোর পথে

ঘটনাস্থল মালদহ। সেখানের হরিশ্চন্দ্রপুরে বাড়ি সঞ্জয় রবিদাসের। আর এই মেধাবী ছাত্র লকডাউনের জেরে কার্যত অনাহারে দিন কাটাতে শুরু করেছিলেন। জুতো পালিশ করে দিন চলত সঞ্জয়ের।লকডাউনে তাও বন্ধ ছিল। এরপর ত্রাতার ভূমিকায় এলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি।

পিতৃহীন সঞ্জয় ও ত্রাণ

পিতৃহীন সঞ্জয় ও ত্রাণ

পিতৃহীন সঞ্জয়ের মেধার কথা ও পরিস্থিতির কথা এক শিক্ষকের মাধ্যমে জানতে পারেন শুভেন্দু অধিকারি। জানতে পারেন স্থানীয় কনুয়া হাইস্কুলের ফার্স্টবয় এই ছাত্র। আর এঁকে সাহায্যের জন্য পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তৎক্ষণাৎ ২০ হাজার টাকা পাঠিয়ে দেন শুভেন্দু অধিকারি।

শুভেন্দুর আশ্বাসবাণী

শুভেন্দুর আশ্বাসবাণী

ঘনিষ্ঠমহলের মাধ্যমে সঞ্জয়ের পরিবারকে রাজ্যের মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে সঞ্জয়ের উচ্চশিক্ষায় কোনও সমস্যা হবে না। কোনও বাধা আর আসবে না। পরিস্থিতি যাইই আসুক না কেন, সঞ্জয়ের পাশে এবার থেকে আছেন শুভেন্দু।

কীভাবে শুভেন্দু অধিকারি পর্যন্ত এই খবর পৌঁছয়?

কীভাবে শুভেন্দু অধিকারি পর্যন্ত এই খবর পৌঁছয়?

জনৈক শিক্ষক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবরটি জানতে পারেন। তা সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারির কাছে পৌঁছে দেন। সঞ্জয়ের সঙ্গে শুভেন্দু অধিকারির যোগাযোগ করিয়ে দেন। আর তারপর মেদিনীপুরের জননেতা করোনা যুদ্ধে
এই দুস্থ পরিবারের পাশে দাঁড়ান।

English summary
Meritorious Student gets help from West Bengal minister Suvendu Adhikari in Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X