For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিকিৎসায় গাফিলতির অভিযোগ, প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বরানগরে

ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল এবং তার জেরে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হল বরানগরের একটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বরানগর পুরসভা কর্তৃক পরিচালিত মাতৃসদন হাসপাতালে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৪ এপ্রিল : ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল এবং তার জেরে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হল বরানগরের একটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বরানগর পুরসভা কর্তৃক পরিচালিত মাতৃসদন হাসপাতালে।

জানা গিয়েছে, গত বুধবার বেলঘরিয়ার বাসিন্দা রিয়া ঘোষ মাতৃসদন হাসপাতালে ভর্তি হন। গত শনিবার তাঁর পুত্র সন্তান জন্ম নেয়। তবে তারপর থেকে রিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। অভিযোগ, সেইসময়ে মাতৃসদন হাসপাতালের চিকিৎসকের সাহায্য চেয়ে পাওয়া যায়নি।

চিকিৎসায় গাফিলতির অভিযোগ, প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা

রাতের দিকে চিকিৎসককে ডেকে পাওয়া যায়নি। হাসপাতালের ওয়ার্ড বয়কে দিয়ে বেশ কয়েকবার ডেকে পাঠানো হলেও সেই চিকিৎসক নাকি আসেননি। বদলে রেফার করার কাগজ ধরিয়ে দেওয়া হয়। তা নিয়ে অনেক পরে আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে পথেই রিয়াদেবীর মৃত্যু হয়।

এই ঘটনা নিয়েই পরিবারের লোক মাতৃসদন হাসপাতালের বিরুদ্ধে সরব হন। থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন। গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্তব্যরত চিকিৎসকের কড়া শাস্তির দাবি করেছে মৃতার পরিবার। সদ্যজাত শিশুটিকে অন্য একটি হাসপাতালে রাখা হয়েছে।

English summary
Medaical negligency at Baranagar hospital, mother dies after delivery
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X