For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিজেপি যাঁকে চোর বলেছে তিনিই এখন চৌকিদার', মুকুলকে তোপ দেগে আর যা বললেন সেলিম

ভোটযুদ্ধ ঘিরে রীতিমত তপ্ত বাংলার রাজনৈতিক ময়দান। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই ইতিমধ্যে ভোট প্রচারে নেমে পড়েছেন দলীয় নেতা থেকে প্রার্থীরা।

  • |
Google Oneindia Bengali News

ভোটযুদ্ধ ঘিরে রীতিমত তপ্ত বাংলার রাজনৈতিক ময়দান। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই ইতিমধ্যে ভোট প্রচারে নেমে পড়েছেন দলীয় নেতা থেকে প্রার্থীরা। একে অপরকে কটাক্ষ, পাল্টা তোপে আপাতত সরগরম রাজ্য রাজনীতি। রবিবার ভোট প্রচারে রায়গঞ্জে গিয়ে বিজেপি তথা পদ্ম শিবিরের নেতা মুকুল রায়ের বিরুদ্ধে নিশানা তাক করেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

বিজেপি যাঁকে চোর বলেছে তিনিই এখন চৌকিদার, মুকুলকে তোপ দেগে আর যা বললেন সেলিম

মহম্মদ সেলিম রবিবারের সভায় বলেন,'বিজেপি আগে বলেছিল ভাগ মুকুল ভাগ। মিকুল রায়চোর। আর তাদেরই টুইটারে এখন দেখা যাচ্ছে চৌকিদার মুকুল রায়কে।' উল্লেখ্য, নারদা থেকে সারদাকাণ্ডে নাম জড়িয়েছিল তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায়ের। সেই সময় বহুবার বিজেপির আক্রমণের নিশানায় ছিলেন এই দুঁদে নেতা। এরপরই তিনি যোগ দেন বিজেপিতে। আর সেই প্রসঙ্গে টেনেই এদিন তোপ দাগেন মহম্মদ সেলিম।

বিজেপি যাঁকে চোর বলেছে তিনিই এখন চৌকিদার, মুকুলকে তোপ দেগে আর যা বললেন সেলিম

[আরও পড়ুন: পার্রিকরের পর গোয়ায় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কারা, দেখুন একনজরে][আরও পড়ুন: পার্রিকরের পর গোয়ায় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কারা, দেখুন একনজরে]

উল্লেখ্য, গত লোকসভায় বামেদের ভরাডুবির পরও জিতেছিলেন মহম্মদ সেলিম। এবারেও রায়গঞ্জ আসন থেকে ভোট যুদ্ধে নামছেন বাম শিবিরের এই নেতা। আর ভোটপ্রচারে গিয়ে রায়গঞ্জের মার্চেন্টক্লাবের সভায় তিনি বলেন,বন্যা হলে বাম আমলে ৩৪ বছর ধরে মানুষ ত্রাণ পেত। গত বছরের বন্য়াতেও মানুষ আপেক্ষা করেছিল, কিন্তু না এসেছে মোদীর হেলিকপ্টার, না এসেছে দিদির হেলিকপ্টার। তাঁর দাবি, এবারের ভোটে 'গায়ক গায়িকা, নায়ক নায়িকারা হেলিকপ্টার চড়ে নেবেন।'

[আরও পড়ুন: অর্জুনকে মাত দিতে অভিষেক-মমতাকে নিয়ে কোন গেমপ্ল্যানে তৃণমূল! জমজমাট ভাটপাড়ার ভোটযুদ্ধ][আরও পড়ুন: অর্জুনকে মাত দিতে অভিষেক-মমতাকে নিয়ে কোন গেমপ্ল্যানে তৃণমূল! জমজমাট ভাটপাড়ার ভোটযুদ্ধ]

[আরও পড়ুন: 'বাংলা ছাড়ো তৃণমূল'! বাংলায় পদ্ম ফোটাতে কথায়-গানে প্রচারের সুর বেঁধে দিলেন বাবুল ][আরও পড়ুন: 'বাংলা ছাড়ো তৃণমূল'! বাংলায় পদ্ম ফোটাতে কথায়-গানে প্রচারের সুর বেঁধে দিলেন বাবুল ]

English summary
Md Selim hits out at Mukul Roy on Chowkidar issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X