For Quick Alerts
For Daily Alerts
মায়াপুর মাতোয়ারা দোলের উৎসবে! শ্রীকৃষ্ণ আরাধনায় ভক্তের ঢল
রঙের উৎসবে মাতোয়ারা আজ গোটা দেশ। ব্রজভূমি মথুরা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় এদিন চলেছে দোল উপলক্ষ্যে আবিরে রাঙিয়ে নেওয়ার পালা। তবে তাদের থেকে একটু আলাদা মায়াপুর , এখানে শ্রীকৃষ্ণ সংকীর্তনের মধ্য দিয়েই উস্কে গিয়েছে উৎসবের আমেজ।
নাম সংকীর্তনে মায়াপুর
এদিন সকাল থেকে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনের মধ্য দিয়ে বিভিন্ন ঐতিহ্য মেনে পালিত হয়েছে দোলযাত্রা। চলেছে শ্রীকৃষ্ণের আরাধনা।
মায়াপুরে পুজো
এদিন মায়াপুরে ঐতিহ্য মেনে চলেছে পুয়োপাঠ। পুজোপাঠ উপলক্ষ্যে দেখা যায় ভক্তস সমাগম।
নবদ্বীপ
কীর্তনের ছন্দেও এদিন মেতে ওঠে গোটা মায়াপুর। চলে হোলির আমেজে শ্রীকৃষ্ণের আরাধনা।
রথযাত্রা
দোলযাত্রা উপলক্ষ্যে হোলির দিন মায়াপুরে বিশেষ দোলযাত্রা বের হয়।তার আগে এদিন ছিল প্রস্তুতি।
শ্রীকৃষ্ণ পূজা
এদিন শ্রীকৃষ্ণের পূজা ঘিরে বিশেষ আয়োজন চলে মায়াপুরে। নাম সংকীর্ন চলে গোয়া মন্দিরে।