For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মে মাসের গরমে আঁচ মিলবে এপ্রিলেই , ৪০ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা, হাওয়া অফিসের পূর্বাভাসে কোন অশনি সংকেত

মে মাসের গরমে আঁচ মিলবে এপ্রিলেই , ৪০ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা, হাওয়া অফিসের পূর্বাভাসে কোন অশনি সংকেত

Google Oneindia Bengali News

মে মাসের প্রচণ্ড গরম এবার অনুভূত হবে এপ্রিল মাসেই। তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাবে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। শুধু পশ্চিমবঙ্গ নয়ো গোটা দেশের এপ্রিলের তীব্র দহনে জ্বলবে। ১৯৪৫ সালে শেষবার এপ্রিল মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রিেত পৌঁছে ছিল। তারপর এই প্রথম তাপমাত্রা এই তীব্র হতে চলেছে গোটা দেশে। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হবে রাজস্থান ও দিল্লির।

এপ্রিলে তীব্র দহন

এপ্রিলে তীব্র দহন

এপ্রিল মাসে প্রবল গরম পড়বে গোটা দেশে। পশ্চিমবঙ্গেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। মে মাসের গরম অনুভূত হবে এপ্রিল মাসে। অর্থাৎ এপ্রিল মাস থেকেই েদশের অধিকাংশ রাজ্যে লু বইবে। তালিকা থেকে বাদ যাবে না পশ্চিমবঙ্গও। এর আগে ১৯৪৫ সালে এমন তাপমাত্রা দেখা গিয়েছিল। মাস পড়ার আগেই তাই আশঙ্কার কথা জানিয়ে রেখেছে আবহাওয়া দফতর।

 হাসফাঁস মার্চ

হাসফাঁস মার্চ

এবছরও মার্চ মাসেও কম গরম পড়েনি। তাপমাত্রা অধিকাংশ জায়গাতেই ৩৫ ডিগ্রি সেলসিয়ায় ছাড়িয়ে গিয়েছিল তীব্র রোদের তেজ। কোথাওই তেমন বৃষ্টি হয়নি। ফুটিফাটা গরমে মার্চ মাসেই নাভিশ্বাস দশা বঙ্গবাসীর। উত্তবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে উত্তাপ একটু বেশিই ছিল বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুষ্ক, রুক্ষ আবহাওয়া ভর করেই মার্চ মাস কাটিয়েছে গোটা দেশ।

 দক্ষিণ বঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ বঙ্গে বৃষ্টির পূর্বাভাস

এই তীব্র দহনের মধ্যেই আশার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে এই সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এক এপ্রিলের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ অর্থাৎ ৩১ মার্চ উত্তরবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে

ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে

আগামী কয়েকদিন দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায় ঝোডো হাওয়া বইবে। কলকাতা,হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এদিকে আবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমবর্ধমান. পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

English summary
May like hit in April tempariture will raise 40 Digree celcious says weather department
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X