For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের প্রার্থী কি চূড়ান্ত! লোকসভা ভোট ঘোষণার আগে শুরু হয়ে গেল দেওয়াল লিখন

এখনও লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়নি, ঘোষণা হয়নি দিনক্ষণ। দলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি প্রার্থীর নাম। তা সত্ত্বেও দেওয়াল লিখন শুরু হয়ে গেল বাংলায়।

  • |
Google Oneindia Bengali News

এখনও লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়নি, ঘোষণা হয়নি দিনক্ষণ। দলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি প্রার্থীর নাম। তা সত্ত্বেও দেওয়াল লিখন শুরু হয়ে গেল বাংলায়। আরও খোলসা করে বললে দেওয়াল লিখন শুরু হয়ে গেল উত্তর মালদহে। মৌসম বেনজির নূর অন্যদের থেকে এগিয়ে থেকেই শুরু করতে চাইছেন লোকসভায় যুদ্ধ।

তৃণমূলের প্রার্থী কি চূড়ান্ত!

উত্তর মালদহে দেওয়াল লিখন চলছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূরের নামে। সদ্য কংগ্রেস ছেড়েছেন, তৃণমূলে যোগ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে উত্তর মালদহের প্রার্থী করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। তারপর মালদহে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। মালদহের হরিশচন্দ্রপুরে প্রচার শুরু হয়ে গিয়েছে।

মৌসম বেনজির নূর নিজে স্বীকারও করে নিয়েছেন, জানিয়েছেন অতি উৎসাহিত তৃণমূল কর্মীরা প্রচার শুরু করেছেন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, গণি-গড়ে এবার কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলের প্রার্থী হবেন মৌসম, তার জন্যই কি আগেভাগে নেমে পড়লেন ময়দানে। গতবার কংগ্রেসের টিকিটে এই কেন্দ্র থেকে সাসংদ হয়েছিলেন মৌসম। এবার দল ছেড়ে তৃণমূলে তিনি।

তৃণমূলের প্রার্থী কি চূড়ান্ত!

মৌসম জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে তাঁর নাম ঘোষণা করেছেন, সেই কারণেই সময় নষ্ট না করে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। দেওয়াল লিখন ছাড়া ছোট ছোট কর্মিসভা করছেন। এদিকে কংগ্রেস ঈশা খান চৌধুরীকে প্রার্থী করতে চলেছে। এই গৃহযুদ্ধে গণি-মিথের সাহায্য পাবেন ঈশা। মৌসমকে এর মোকাবিলা করতে হবে। তাই তিনি আগেভাগে লড়াইয়ে নেমে পড়লেন। আর কংগ্রেস-তৃণমূলের এই লড়াইয়ে জল মাপছে বিজেপি।

English summary
Mausam Benzir Noor starts campaigning for Lok Sabha as a TMC candidate. CM announced her name after joining TMC leaving Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X