For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব আইনে মতুয়াদের লাভ হবে, বলছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর

  • By Aveek
  • |
Google Oneindia Bengali News

সিএবি বিল নিয়ে শান্তনু ঠাকুর জানালেন এই বিলের ফলে মতুয়াদের লাভ হবে। এবং এই বিল নিঃশর্ত বিল। ৩ কোটি মানুষকে একটি সিস্টেমের মধ্যে আনতে যে সময় লাগে এই সময়কালে দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার মানুষকে ভুল বোঝাচ্ছে।

নাগরিকত্ব আইনে মতুয়াদের লাভ হবে, বলছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর

অন্যদিকে মমতা ঠাকুর এই বিলের বিরোধিতা করায় তাকে এই জাতির কলঙ্ক এবং বেইমান বলে দাবি করেন। গতকাল দমদম এয়ারপোর্ট থেকে তাকে আনতে যাওয়ার পথে তার পরিবারের গাড়ির উপরে আক্রমণ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন। রাজনীতি রাজনীতির জায়গায় আমার সন্তান-সন্ততির উপরে আক্রমণ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আগামীতে 2021 সালে মতুয়ারা এর জবাব দেবে ভোটব্যাঙ্কে। নিশ্চিহ্ন হয়ে যাবে তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে মমতা বালা ঠাকুর এই বিল সম্পর্কে বলেন আমরা আগেও বলেছি এখনও বলছি আমাদের দাবি ছিল জন্মসূত্রে নাগরিকত্ব, নিঃস্বার্থ নাগরিকত্ব বিল। কিন্তু বিলে তার কোনও উল্লেখ নেই। এবং যারা এই বিলে সমর্থন করছেন না তাদেরকে বেইমান এবং জাতির কলঙ্ক বলাটা ঠিক নয়, সে ঠিক বলছে না। আমরা আগামীতে আন্দোলনে নামব, বৈঠক করে সিদ্ধান্ত নেব।

English summary
Matua and BJP leader Shantanu Thakur supports CAB, slams TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X