For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন শুভেন্দুকে গ্রেফতার নয়, নারদ মামলায় সিবিআই-এর গ্রেফতার নিয়ে প্রতিক্রিয়া ম্যাথু স্যামুয়েলের

যাঁর হাত ধরে নারদ স্টিং অপারেশন (narad sting operation) হয়েছিল, সেই ম্যাথু স্যামুয়েল (mathew samuel)এদিনের সিবিআই (cbi) তৎপরতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। দীর্ঘদিন এর জন্য অপেক্ষা করতে গয়েছে বিচার পেতে। বলেছেন সাংবাদিক

Google Oneindia Bengali News

যাঁর হাত ধরে নারদ স্টিং অপারেশন (narad sting operation) হয়েছিল, সেই ম্যাথু স্যামুয়েল (mathew samuel)এদিনের সিবিআই (cbi) তৎপরতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। দীর্ঘদিন এর জন্য অপেক্ষা করতে গয়েছে বিচার পেতে। বলেছেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। কিন্তু কেন শুভেন্দু অধিকারীকে (suvendu adhikari) গ্রেফতার করা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ম্যাথু স্যামুয়েলের প্রতিক্রিয়া

ম্যাথু স্যামুয়েলের প্রতিক্রিয়া

ম্যাথু স্যামুয়েল জানিয়েছেন, তিনি সকালেই শুনেছেন, তৃণমূলের সিনিয়র মন্ত্রী ববি হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করেছে। দীর্ঘদিন অপেক্ষার পরে বিচার পাওয়া গেল বলে মন্তব্য করেছেন তিনি। যে কাজ তিনি করেছিলেন, তা জনগণের সামনে আসে ২০১৬-তে। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি, বলেছেন, তিনি অপেক্ষা করতে তৈরি। ফলের জন্য অপেক্ষা করতে তিনি তৈরি। এটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই। মন্তব্য করেছেন ম্যাথু স্যামুয়েল। শেষ পর্যন্ত তা হল।

কেন শুভেন্দু, মুকুল নয়, প্রশ্ন

কেন শুভেন্দু, মুকুল নয়, প্রশ্ন

কেন এখনও শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে গ্রেফতার করা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাথু স্যামুয়েল। কেননা শুভেন্দু অধিকারী তো তাঁর হাত থেকে টাকা নিয়েছিলেন। সেই ভিডিও তিনি সিবিআই-এর হাতে তুলেও দিয়েছিলেন। কিন্তু তাঁর ক্ষেত্রে কী করা হল, প্রশ্ন করেছেন ম্যাথু। সবার ক্ষেত্রে একইভাবে বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

নিজাম প্যালেসে এনে গ্রেফতার ৪ জনকে

নিজাম প্যালেসে এনে গ্রেফতার ৪ জনকে

এদিন সকালে সিবিআই-এর চারটি বিশেষ টিম কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দেয় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেখান থেকে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। সেখানে নিয়ে যাওয়ার পরে গ্রেফতার দেখানো হয়। এদিন ব্যাঙ্কশাল কোর্টে তাঁদের হাজির করা হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

আগেই রাজ্যপাল অনুমতি দিয়েছিলেন

আগেই রাজ্যপাল অনুমতি দিয়েছিলেন

এই গ্রেফতারিতে বিধানসভার স্পিকারের অনুমতি না থাকলেও, রাজ্যপাল অনুমতি দিয়েছিলেন। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল এই অনুমতি দিয়েছিলেন, এই রাজ্যে ভোটের ফল বেরনোর পরে।

English summary
Mathew samuel's reax on CBI arrest of firhad hakim, subrata mukherjee, madan mitra and sovan chatterjee in narad case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X