For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারদ নিউজ থেকে ইস্তফা ম্যাথুর, তদন্ত চলাকালীন ইস্তফা নিয়ে উঠছে নানা প্রশ্ন

নারদ মিডিয়া ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে ইস্তফা দিলেন সংস্থার কর্ণধার ম্যাথু স্যামুয়েল। একইসঙ্গে সংস্থাটি বন্ধ করে দেওয়ার জন্যও আরওসির কাছে তিনি আবেদন জানিয়েছেন বলেও সূত্রের খবর

  • |
Google Oneindia Bengali News

নারদ মিডিয়া ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে ইস্তফা দিলেন সংস্থার কর্ণধার ম্যাথু স্যামুয়েল। একইসঙ্গে সংস্থাটি বন্ধ করে দেওয়ার জন্যও আরওসির কাছে তিনি আবেদন জানিয়েছেন বলেও সূত্রের খবর।

নারদ কর্তা জানিয়েছেন, দুবাইয়ের নারদ নিউজ ডট কমের সঙ্গে তিনি এখনও যুক্ত। নারদ তদন্ত শুরু হওয়ার পর তার ভারতীয় সংস্থাটি কার্যকারিতা প্রায় হারিয়ে ফেলায় এই সিদ্ধান্ত।

নারদ নিউজ থেকে ইস্তফা ম্যাথুর, তদন্ত চলাকালীন ইস্তফা নিয়ে উঠেছ নানা প্রশ্ন

২০১৬-র বিধানসভা নির্বাচনের মুখেই এ রাজ্যের শাসকদলের একাধিক নেতা, মন্ত্রী বিধায়কদের ওপর চালানো স্টিং অপারেশনের ভিডিও সামনে আসে। হাইকোর্টের নির্দেশে ওই গোপন অপারেশনের তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

২০১৬ সালে সংবাদ সংস্থাটি চালু করেন ম্যাথু স্যামুয়েল। তিনি ছাড়াওো সংস্থার বাকি দুই ডিরেক্টর হলেন, অক্ষয়কুমার বিজয়ন এবং অ্যাঞ্জেল টেনসি আব্রাহাম।

নারদ কর্তার দাবি, নারদ তদন্ত শুরু হওয়ার পর থেকেই তদন্ত সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়ায় সংস্থাটি চালানো অসম্ভব হয়ে উঠছিল। নারদ তদন্ত চলাকালীন কোনও তথ্য গোপন করতেই কি সংস্থাটি বন্ধ করে দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। তবে সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন ম্যাথু স্যামুয়েল।

English summary
Mathu samuel resigns from narad media india private limited
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X