For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়, কেষ্টপুরে পুড়ে ছাই ৩১ টি দোকান, আহত ৭

Google Oneindia Bengali News

মধ্যরাতে কলকাতার বুকে ভয়াবহ অগ্নিকান্ডে ত্রস্ত শহরবাসী। রবিবার সকালেই জানা গিয়েছে যে শনিবার মধ্যরাতে কেষ্টপুরে ভয়াবহ অগ্নিকান্ডে নিমেষে ভস্মীভূত হয়েছে ৩১ টি কোহান। আগুন নেভাতে সেখানে হাজির হয় দমকলের ১৫ টি ইঞ্জিন। এদিকে ঘটনাস্থলে এদিন ৭ জনের জখম হওয়ার কথা জানা গিয়েছে।

(প্রতীকী ছবি)

কী ঘটেছে মধ্যরাতে

কী ঘটেছে মধ্যরাতে

ফের একবার শহরে অগ্নিকাণ্ড। কলকাতার কেষ্টপুরে এগিন ভয়াবহ অগ্নিকাণ্ডে পর পর ৩১ টি অস্থায়ী দোকান ভস্মীভূত হয়। শোনা গিয়েছে কেষ্টপুরের শতরূপা পল্লীতে মাঝ রাতে আগুন লাগে। রাত ২ টো নাগাদ এই অগ্নিকাণ্ডের জেরে ত্রস্ত হয় এলাকা। এদিকে, আগুনের ঘটনার মাঝেই শোনা যায় সিলিন্ডার ফেটে যাওয়ার শব্দ।

পর পর গ্যাস সিলিন্ডার ফাটার আওয়াজ

পর পর গ্যাস সিলিন্ডার ফাটার আওয়াজ

এদিকে, পর পর গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার আওয়াজ আসতে থাকে কেষ্টপুরের শতরূপা পল্লী এলাকায়। সিলিন্ডার ফেটে মোট ৭ জন গুরুতর আহত হন। একটা সময় আগুন পাশের ঝুপড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায়। এরই সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল।

দমকলের ১৫ টি ইঞ্জিন এলাকায়

দমকলের ১৫ টি ইঞ্জিন এলাকায়

এদিকে , ঘটনার জেরে দমকলের ১৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে এই পরিস্থিতির জেরে অগ্নিকাণ্ডের মাঝেই প্রবলহারে সিলিন্ডার ফেটে পড়ার আওয়াজ পাওয়া যায়। সেই পরিস্থিতিতে সিলিন্ডার ফেটে ২ জন দমকল কর্মী আহত হম। মোট ৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

মধ্যরাতের ভয়াবহ কাণ্ড

মধ্যরাতের ভয়াবহ কাণ্ড

এখনও পর্যন্ত অসমর্থিত সূত্রের দাবি কেষ্টপুরে ৫০ টি ঝুপড়ি পুড়ে গিয়েছে। মধ্যরাতেই পরিস্থিতি পরিদর্ন করতে সেখানে পৌঁছন সুজিত বসু। তিনি জানান, দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। স্বস্তির খবর একটাই যে কোনও মানুষ আটকে পড়েননি।

English summary
Fire at Kolkata's Keshtapur: Massive fire damaged 31 shops. Cylinder blast suspected.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X