For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণবিবাহে আবদ্ধ হলেন ১২৫ জন, আলিপুরদুয়ার জেলা পুলিশের অভিনব উদ্যোগ

অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে। তাদের উদ‍্যোগে কালচিনি থানা প্রাঙ্গণে আজ গণবিবাহের আয়োজন করে। আজ আলিপুরদুয়ার বিভিন্ন চা বাগান থেকে আসা ১২৫ জন জোড়া গণবিবাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

  • |
Google Oneindia Bengali News

এক অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে। তাদের উদ‍্যোগে কালচিনি থানা প্রাঙ্গণে আজ গণবিবাহের আয়োজন করে। আজ আলিপুরদুয়ার বিভিন্ন চা বাগান থেকে আসা ১২৫ জন জোড়া গণবিবাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

গণবিবাহে আবদ্ধ হলেন ১২৫ জন, অভিনব উদ্য়োগ পুলিশের

এই বিবাহর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি, জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব‍্যানার্জি, জেলাপরিষদের মেণ্টর মোহন শর্মা, কালচিনি বিডিও ভূষণ শেরপা সহ বিশিষ্টজনেরা।

পুলিশের সাথে মানুষের দূরত্ব অনেকটাই কমে গেছে। কেউ ভয়ে আবার কেউ বা সমস্যায় পড়তে পারে এই কারণে কিন্তু মানুষ জন পুলিশের থেকে দূরে থাকে। সেই কারণে মূলত জনগণের সাথে জনসংযোগ বাড়ানোর লক্ষ‍্যে এই গণবিবাহের আয়োজন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি । এদিনের এই গণবিবাহের মাধ্যমে সমস্ত দম্পত্তি সরকারি নিয়ম মেনে করা হয়েছে।

এমনকী রুপশ্রী প্রকল্পে আবেদন করার পর তাদের ব্যাঙ্ক আ্যকাউন্টে রুপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা করে সরকারি অনুদান হিসেবে তা প্রদান করা হবে বলে জানান কালচিনির বিডিও ভূষণ শেরপা। বিবাহগণরা জানান আমাদের পাশে এই ভাবে প্রশাসন দাঁড়াবে ভাবতে পারিনি আমরা খুব খুশি হয়েছি।

English summary
125 people were involved in mass marriages, initiative by the district police of Alipurduar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X