For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাও আতঙ্ক অতীত, পর্যটনের মরশুমে সেজেছে অযোধ্যা পাহাড়, পুজো থেকেই শুরু ভিড়

আজ আতঙ্ক কাটিয়ে সেজে উঠেছে অযোধ্যা পাহাড়।

  • |
Google Oneindia Bengali News

এক দশক আগেও এই অযোধ্যা পাহাড়ে যেতে ভয় পেত মানুষ। মাওবাদীদের খাসতালুকে পরিণত হয়েছিল এই এলাকা। পুরুলিয়ার অনেকটা জুড়ে তখন ছিল আতঙ্ক ও ভয়ের পরিবেশ। আজ সেই আতঙ্ক কাটিয়ে সেজে উঠেছে অযোধ্যা পাহাড়।

মাও আতঙ্ক অতীত, পর্যটনের মরশুমে সেজেছে অযোধ্যা পাহাড়, পুজো থেকেই শুরু ভিড়

রাজ্যের মধ্যেই এমন সুন্দর জায়গায় সপ্তাহান্তের ছুটিতে ঘুরে এলে নেহাত মন্দ হয় না। এককালে বহু বাঙালি পর্যটক হালকা শীত পড়তেই এখানে ছুটে গিয়েছেন। বহুদিন পর ফের সেই সুযোগ নতুন প্রজন্মের কাছে।

ঝাড়খণ্ড সীমান্তের এই পাহাড় ও সবুজে ঘেরা এলাকা সৌন্দর্যে কোনও অংশে কম যায় না। যাঁরা পাহাড় ও জঙ্গল একসঙ্গে ভালোবাসেন তাদের জন্য এমন জায়গা এককথায় আদর্শ।

জানা গিয়েছে, পুজোর সময় থেকেই ভিড় শুরু হয়ে গিয়েছে। এমন অবস্থা হয় যে হোটেল-লজের বাইরে তাবুর ব্যবস্থা করতে হয়েছে। সঙ্গে রয়েছে স্থানীয়দের পরিশ্রম ও সাহায্য। আগে যেখানে শুধু কাঠ বেচে সংসার চালাতে হতো, সেখানে সরকারি লজগুলি যেমন সেজে উঠেছে তেমনই স্থানীয়রাও পয়সা খরচ করে আশ্রয়ের জায়গা তৈরি করেছেন। যেখানে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে।

এই অঞ্চলে ৭৬টি গ্রাম আগে মাও অধ্যুষিত ছিল। আর এখন শুধু মাও মুক্তই নয়, সঙ্গে সরকারি উন্নয়নের কাজও চলছে জোরকদমে। অতিথিদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য ভালো হোটেলও গড়ে উঠছে। ফলে সবমিলিয়ে এই পর্যটনের মরশুম থেকেই অযোধ্যা পাহাড় হয়ে উঠছে চলেছে পছন্দের ডেস্টিনেশন।

English summary
Maoist fear gone, Tourists pouring in Ayodhya Hills this festive season
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X